![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ঠোঁটের ওপর নরম রোদ
রুক্ষতার সহজাত ভঙ্গি ভুলে
জুঁই হাসি।
রাউন্ড সিঁডি বেয়ে উঠতে উঠতে জেগে উঠে
প্যানারমিক দৃশ্য।
চোখে ভাইব্রেশন - পাখি কার্ণিশে নেমে আসে ।
জানালা বন্ধ সিলিং ফ্যান ও ঘুরে না
বদ্ধ ঘরে আর ও গভীর অন্ধকার
হিম হয়ে আসে সব।
খালি পা আর ছন্দ পায় না - ব্যাথা লাগে
কন্ঠে গান আর ধরে না- টনসিল
বুকের হাড়গুলো লক্কর ঝক্কড়
পেশীগুলো জং ধরে গেছে
কি এক বাজে রোগ
পাতার রস খেয়ে
এ্যালোপেথিক গ্লানি মুছার চেষ্টা
মনে আসে মনে আসে
পরিযায়ী পাখি
কিছু পাখি আর কথনো আসবে না
ঠোঁটে আগুন লাগাতে ।।
©somewhere in net ltd.