নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমিত্ব কে আবিষ্কার করা...

তাওিহদ অিদ্র

জীবন অর্থবহ...

তাওিহদ অিদ্র › বিস্তারিত পোস্টঃ

পাতা ও মৃক্ত শিশির

১৭ ই ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৩৪

একখানা মুক্ত লেগে আছে
শিশির বেলাগুলোতে ওই যেন একটি পাতা!
বরফের বাষ্প গা বেয়ে নদীতে পড়ে
জলে রোদে নরম বুকে; গবাদি পশুরা চড়ে বেড়াই
খোলা মাঠে ,গোলায় শস্য গেছে ঘুমে ; পাড়ার ছেলেপুলেদের হৈ চৈ
ঘাটে মাঠে উচ্ছল হাসির ফোয়ারা ।
সারস ,ডাহুক,দীঘির পাড় - আনন্দ ছাতা
বট ,শিরীষ ঝরাপাতা -মেলে ধরেছে হাত
ভাসাবে জলে শুনাবে র্কীতন;উঠোনে উঠোনে রঙকাটা দাগ !
জানাবে আগামীর নির্মল সুদীর্ঘ চয়ন।
সেখানে ধীরে ধীরে বড় হচ্ছি,মেলে ধরছি বিশ্ব পরিচয়।
সোনার বাটি,ঘাসের কথা চিনে নে্বে অবসরে ; তোমার অবসরে
বেড়িয়ে যাবে ,দেখে যাবে বিশ্বমানুষ ।
আমরা সব বুভুক্ষুর আকাঙ্খা ছেড়ে মেতে উঠি কলিজার ভেতর।
ভুলে গেছি মন্বত্বর; মৃদঙ্গে বেজে উঠে শিল্পীর ফ্রেম ;
রাতের কিনার ঘেঁষে তখন জোছনার উষ্ঞতা।
শেয়ালের হুংকার,পেঁচার ডাক শুনে যারা কুকঁড়ে গেছে ,নিয়ে গেছি তাদের
। পাড়াটার ভেতর এক অদ্ভুত নির্জনতা ; ধরিয়ে দিয়েছে অলক্ষ্যে কোন র্কাড :
রক্তে প্রবাহিত হয়েছিল তড়িৎগতি ।হেমন্তের মোহে অতিক্রম করেছি সে সব অতীত কথা ;
তবু এখনো তারা স্বপ্ন হয়ে আসে , আকাঙ্খা ও চায়া বাস্তব হয়ে আসে
নীচে নেমে আসে নাচের ঝংকারে তুলে ওই পাতাটার শিরায় শিরায়।।।

মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৮ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১২:৩০

কলমের কালি শেষ বলেছেন: সুন্দর কবিতা !

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.