![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লাল হলুদ বেগুনী আলোর মিছিল
দূরের দালানের কার্ণিশ ধরে উড়ে যাচ্ছে বাদুড় ডানার সন্ধ্যা
ত্রিমাত্রিক ভিউ; পেন্ডুলাম চোখ ;পশ্চিমের হিম হাওয়া...
ওয়াই ফাই জোন অথবা এটিএম বুথ
মানছে না কোন কারণ।
পনেরো নম্বর ছদে উঠার পর জপতে থাকলাম
"আমি ঈশ্বর আমি উঁচু
ভেদাভেদ রেডিয়েশন করেছি কিছু"!
মানুষ হলে নিচে যেতে হবে
সন্ধ্যার রহস্যালোয় এক আলোর ঢেউ নাচতে নাচতে
মিশে গেল মহলের ভেতর
শাহজাহান তখনো কাগজে যমুনা এঁকে যাচ্ছে !!
©somewhere in net ltd.