![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সেীদি আরব তার হজ্জ প্ল্যান ব্যবসা প্রকাশ করেছে !তারা আশা করছে আগামীতে ৫০ লক্ষ হজ্জ্ব যাত্রী আর ৩০ লক্ষ ওমরা হজ্জ্ব যাত্রী আনার কথা চিন্তা করছে এ বছর ২০১৫ সাল থেকে,সেখানকার হজ্জ্ব মন্ত্রী বলেন,দ্রুতই সৌদি প্রাকৃতিক তেলের মজুদ ফুরিয়ে আসছে তাই এই খাতকে জিডিপির অন্যতম খাত হিসেবে বিবেচনা করতে হবে ,অন্যতম ব্যবসার খাত হিসেবে মনে করতে হবে। হে বাঙালি মুসলমান ,আপনারা সুদ বোঝেন না -লাভ বোঝেন ,মুনাফা বোঝেন না -হালাল বোঝেন,মদ বোঝেন না -শূরা বোঝেন !!বাংলাদেশের গার্মেন্টস শিল্প আর সেীদি আরবের হ্জ্বশিল্প একই রকম দুটোই ।সহজ ভাবে বললে বলা হয় , বাংলাদেশের আছে গার্মেন্টস ব্যবসা আর ওদের আছে হজ্জ্ব ব্যবসা ।সৌদিদের উর্পাজনের শীর্ষ খাত হিসেবে- হজ্জ্বকে বিবেচনা করছে ।জায়গা জমি বিক্রি করে ,জীবনের পেনশনের টাকা দিয়ে,শেষ সম্বল উজাড় করে এই হজ্জ্ব আপনার জীবনে কি বয়ে আনবে? শুধু ভ্রমণ বিনোদন ছাড়া।যাযাবর জীবন সবাই পাই না , ওরা যাযাবর আমরা বেদিনী দুটোই দুই সমাজের ধরণ ।বেদিনী যদি যাযাবরের বেশ ধরে তাহলে সেটা হবে রুক্ষকে নদীর পাড়ে বৃক্ষ রচনার মত ।কদিন পর মরে যাওয়া ছাড়া আর কোন গতি নেই ।হজ্জ্ব ও নেই ,টাকাও নেই ....সুরমা আর আঁতর লাগিয়ে মরণ ছাড়া !!! হ্জ্জ্ব এর ব্যাপারে এই নিমর্ম সত্য কথা বলে ফেসে গেলেন,আব্দুল লতিফ সিদ্দিকী আর অনেক মহান প্রগতিশীলরা বলেছিলেন লালা হুজুর যে ক্ষতি করেননি লতিফ সিদ্দিকি সরকারের বেশি ক্ষতি করেছেন।এখন কি বলবেন প্রগতিশীল লেখক,সাহিতি্যকরা ।গল্প, কবিতা লেখা ,সংস্কৃতি চর্চ্চা করা অনেক সহজ আর সহজ কথাটা বলতে পারা অনেক কঠিন।আর বলতে পারেননা বলে ,কিছু পাল্টায় না ! যা প্রাগৈতিহাসিক তা আজ প্রাগৈতিহাসিকই রয়ে গেছে ।নাকের ডগার ধর্মীয় মূল্যবোধের কাছে আমাদের সমাজ ব্যবস্থা কত অসহায় তা বলার অপেক্ষা রাখেন না।চারিদিকে কি চলছে........ !!! এদেশে ধর্মীয় শিক্ষার মাধ্যমে ধর্ম শিরনি দেয়া হয় ,শিক্ষা দেয়া হয় না ! আমাদের প্রতি কদমে সকুল দরকার আর আমরা করছি মসজিদ ,মাদ্রাসা! মসজিদের শহর করে কি লাভ,হ্জ্জ্ব যাত্রী পাঠানোর ক্ষেত্রে ১ নম্বর হওয়ার কি দরকার ........ তা আর বুঝাতে হবে!! সমাজের শেকড় বৃক্ষ উল্টে গেছে ,উদোম হয়ে গেছে এ গুণে ধরা সমাজকে নিয়ে আশাবাদের কোন কারণ নেই যদি না তা উপলদ্ধি করতে পারি!! একটা ভাল সমাজ তৈরির মহৌষধ কি আমার জানা নেই ।এটুকুন বলতে পারি ইচ্ছা আছে ,সাহস আছে,উদ্দমতা আছে ..........আর কিছু চাই না ।বাংলাদেশের কোটি মানুষ আছেন আজ যারা মাঠে নামার জন্য, শতবর্ষী বৃক্ষ রচনার জন্য আশায় বুক বেঁধেছেন।
২| ২৬ শে মে, ২০১৫ রাত ১০:০৯
মাসূদ রানা বলেছেন: ভায়া, আপনি মুসলমানদের একটি অত্যন্ত গুরুত্বপূর্ন ধর্মীয় বিশ্বাসে আঘাত করে পোস্ট লিখলেন ........ আপনার দৃষ্টিতে এটা (হজ্জ আয়োজন )আরবদের স্রেফ একটা ব্যবসা হতে পারে, অশিক্ষিতের দৃষ্টিতেও বই - পুস্তককে স্রেফ একদলা কাগজ মনে হতে পারে কিংবা হিন্দু বিদ্বেষীদের দৃষ্টিতে গংগায় গোসল স্রেফ পানিতে ঝাপাঝাপি দাপাদাপি মনে হতে পারে ......... এতে কারো কিছু যায় আসে না .. আল্লাহ পাক আপনার মানসিকতায় উন্নতি দিন ।
৩| ২৬ শে মে, ২০১৫ রাত ১০:৫৭
নাম প্রকাশে ইচ্ছুক নহে বলেছেন: আল্লাহ পাক আপনার মানসিকতায় উন্নতি দিন ।
৪| ২৬ শে মে, ২০১৫ রাত ১১:১৩
জিয়া উদ্দিন আহমেদ বলেছেন: আমাদের আছে গার্মেন্টস ব্যবসা কোটি পতিদের ধন সম্পদ বাড়াতাছে আর গার্মেন্টস কর্মীরা কি পাচ্ছে!!
আপনি তো ছোটমানসিকতার পরিচয় দিলেন!!
যাদের টাকা আছে, সামর্থ্য আছে তাদের হজ্ব করা ফরয আর যাদের সামর্থ্য নেই তাদের তো জায়গা জমি বিক্রি করে হজ্ব করতে বলা হয়নি।
পড়ালেখা করেন মাদ্রাসার ছেলেমেয়েরা পড়ালেখা করে যে জ্ঞান সংগ্রহ করেছে আপনার তো সে টুকুও নেই।
আর সৌদির তেল বিক্রি করে যা কামাইছে তা দিয়ে আপনার ১৪ গুষ্ঠী ১০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০ বছর পায়ের উপর পা তুইলা কাটাইয়া দিবো আমগো মতো না খাইয়া সমুদ্রে ভাসবো না। ওখানের সবাই ধনী।
কোন কিছুর সমালোচনা করার আগে সে বিষয় পড়ালেখা করতে হয়, মূর্খ কোথাকার।
৫| ২৭ শে মে, ২০১৫ সকাল ৮:৪০
মোঃ মাহমুদুর রহমান বলেছেন: তো চলেন না ভাই আমরাও গার্মেন্টস ব্যবসা করে আমদের দেশটাকে সৌদি আরবের মত ধনী করে ফেলি। কোন বিষয়ে লিখার আগে ভাল করে জেনে লিখুন। নাকি ইচ্ছা করেই এই রকম লিখেন যাতে তারাতারি সেলিব্রেটি হয়ে যেতে পারবেন।
৬| ২৭ শে মে, ২০১৫ সকাল ৯:১৪
মোস্তাক_আহম্মদ বলেছেন: হজ্জ কাদের জন্য ফরয
যার নিকট মক্কা শরীফ থেকে হজ্জ করে ফিরে আসা পর্যন্ত পরিবারের আবশ্যকীয় খরচ বাদে মক্কা শরীফ যাতায়াতের মোটামুটি খরচ পরিমাণ অর্থ থাকে তার উপর হজ্জ ফরয। সারা জীবনেও যদি কারো এই পরিমান টাকা না থাকে তবে সে কেন হজ্জ করতে যাবে?
এখন আপনাকে বুজতে হবে ফরয কি? ফরয বুজার আগে বুজতে হবে মুসলমান কেন ফরয ইবাদত কে গুরুত্ব দেয়? তারও আগে বুজতে হবে মুসলমান কারা।
সুতরাং কিছু লেখার আগে তো সেই সম্পর্কে ধারনা থাকতে হবে? অযথাই কিছু লিখে দিলে তো হবে না।
৭| ২৭ শে মে, ২০১৫ দুপুর ১:০১
মীর মোহাম্মদ উল্লাহ বলেছেন: এখন চাইলে যে কেউ আপনার বিরুদ্ধে "ধর্মীয় অনুভূতিতে আঘাতের" জন্য মামলা করতে পারে।
আপনি ফেসে যেতে পারেন।
আমার কেন জানি মনে হচ্ছে আপনি আলোচিত/পরিচিত হওয়ার জন্য একই পদ্ধতি অবলম্বন করেছেন যেমনটা
কোন চিত্রনায়িকা (নিজের শরীর প্রদর্শনের মাধ্যমে) করে থাকে।
©somewhere in net ltd.
১|
২৬ শে মে, ২০১৫ রাত ১০:০৩
চাঁদগাজী বলেছেন:
কিছু লিখতে হলে বুঝতে হয়; সৌুদীরা হজ্জ বন্ধ করতে চায়; ওদের সেই টাকার কোন দরকার নেই।