![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কোনমতে শাড়ি পেঁচিয়ে বৃষ্টিতে দাঁড়িয়ে থাকলেন
জলের অভাবে শরীর যেন বৃষ্টির মর্মরধ্বনি
মহিলার ছদকা-দানের ও সার্মথ্য নেই
তবুও তিনি বৃষ্টি মাগেন না,
গায়ে পড়ে দিলে নিবেন নতুবা না।
অঝোর ধারায় বৃষ্টি পড়লে জলাধার পোয়াতি হয়ে পড়ে
সৃষ্টিকাজে বেদম...
জলরঙে উয়ারীবটেশ্বর
এসব তার জীবনে মূল্যহীন।
দুই বিঘা জমি থেকে দুই ঘড়া জল
জলজমি সবই গিলে ফেলেছে উত্তরসময়।
তার আজ ঘর নেই,পথ নেই ,পুকুর জলা ডোবা কিচ্ছু নেই
স্থাপত্যের মত বেঁকে যাওয়া শিরীষ বৃক্ষের
তলে গড়েছেন আজীবন বসতি।
একটুকরা ত্যানা কাপড় ,খুদ চালের জাউ
ফেলে দেয়া পলিথিনের ভেতর হলদে ফেনার ঝোল।
মানুষ মানুষের জন্য কি করে
দেখেছি,সয়েছি,ভেবেছি অনেক
জেনেছি.....
প্রাণ একটা ছদকা মেওয়া ধন।
বৃষ্টির জলের আভাসে লেপ্টে থাকা জীবনক্ষণ
সৃষ্টিতে নগ্নমগ্ন
ভয়াল সৃষ্টি ও সৃষ্টি তো,জীবনের নিক্কণ
ধ্যানহীন নকল বৃষ্টি !
২| ২৩ শে জুন, ২০১৫ সন্ধ্যা ৭:৪৩
বশর সিদ্দিকী বলেছেন: আপনার নামটা ভুল এসেছে। শোধরানোর জন্য এডমিনকে ম্যাসে করুন ঠিক হয়ে যাবে।
২৬ শে জুন, ২০১৫ দুপুর ১২:১৯
তাওিহদ অিদ্র বলেছেন: ধন্যবাদ , কবিতা পড়েছেন এইজন্য............ আপনাদের উৎসাহে আসলে লেখার আনন্দ পাই ।দোয়া করবেন ।যাতে নিয়মিত লিখতে পারি ।।।
৩| ২৩ শে জুন, ২০১৫ রাত ৮:০৪
হাসান মাহবুব বলেছেন: সুন্দর।
২৬ শে জুন, ২০১৫ দুপুর ১২:২০
তাওিহদ অিদ্র বলেছেন: ধন্যবাদ । দোয়া করবেন ।
৪| ২৩ শে জুন, ২০১৫ রাত ৯:৫৪
আহমেদ জী এস বলেছেন: তাওিহদ অিদ্র ,
স্থাপত্যের মত বেঁকে যাওয়া শিরীষ বৃক্ষের
তলে গড়েছেন আজীবন বসতি।
সুন্দর ।
তবে তৃতীয় লাইনে ---- মহিলার ছদকাদানের ও সার্মথ্য নেই.। এই বোল্ড করা অংশ তে ছদকা র পরে একটা স্পেস দিন । আর ---- তাহার আজ ঘর নেই,পথ নেই এইখানে তাহার শব্দটির বদলে তার শব্দটি বসালে ভালো হয় কিনা ভেবে দেখুন ।
শুভেচ্ছান্তে ।
৫| ২৬ শে জুন, ২০১৫ দুপুর ১২:১৯
তাওিহদ অিদ্র বলেছেন: ধন্যবাদ , কবিতা পড়েছেন এইজন্য............ আপনাদের উৎসাহে আসলে লেখার আনন্দ পাই ।দোয়া করবেন ।যাতে নিয়মিত লিখতে পারি ।।।
২৬ শে জুন, ২০১৫ দুপুর ১২:২৩
তাওিহদ অিদ্র বলেছেন: আহমেদ জি এস ... এইভাবে কবিতা পড়লে আর উৎসাহো জোগালে তা ভাল লাগে ।আপনার পরামর্শটা ভাল লাগল ।
©somewhere in net ltd.
১|
২৩ শে জুন, ২০১৫ সন্ধ্যা ৭:৪২
বশর সিদ্দিকী বলেছেন: কবিতা খুবই কম পরা হয়। কিন্তু আপনার এই কবিতাটা খুবই ভালো লেগেছে। লিখুন নিয়মিত। পরবো আশা করি।