নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমিত্ব কে আবিষ্কার করা...

তাওিহদ অিদ্র

জীবন অর্থবহ...

তাওিহদ অিদ্র › বিস্তারিত পোস্টঃ

তবু একটা কিছু থাকে...

০৭ ই আগস্ট, ২০১৫ রাত ৮:৪০


র্বাজারের পরিত্যক্ত টবে বেড়ে উঠা মেহেদী
মরিচের চারা,একটু দূরের কদম বৃক্ষ
দু-দন্ড শান্তির কথা বলে।
চোখের অন্দরে বেড়ে উঠা কার্ণিশের কাক
দীর্ঘ কয়েকদিন,
মেঘে ঢাকা আকাশের পরে
হঠাৎ আলোর ঝলকানিতে নিকেলের মত বিকেল
ভিজে যাওয়া বাসাটার কথা মনে করে দেয়।
এই নাগালের ভেতর যা আছে
এই চারপাশে যা আছে
এই নিয়ে প্রশান্তির বৃত্ত বুনি।
পাতে আনি পাতে খাই
টানাটানির জীবন।
কাঠের চেয়ার টেবিল কিছু বই পত্তর
অথবা বেডসিটের ছিদ্রগুলোকেও
বড় ভালো লাগে ।
খেই হারানো জীবন ;উঠে দাঁড়ানোর জীবনে
টলটলে ভাবটা ,
তুচ্ছ জটিলতা
তারাও এখন দুদন্ড শান্তির র্বাতা শুনায়।
নাবিকের মত তীরহীন পথে কখনো হারায়ো না
এ সামান্য আকাঙ্খা
টুলে বসে ভাবি,
চৌরাস্তার মত জীবনমুখ
ভাঁজা খইয়ের মত দেখায় ।।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.