![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বৃষ্টি আর জোছনার সঙ্গমে আকাশ কামিনী
বন্দর থেকে ভেসে আসা
আদ্র আলোয়
ডালার মত সেজে আছে
শরত যামিনী।
তালপাতা দিনটা ঘাসফুলে চঞ্চল
রেলপাত ধরে চলে গেছে কবে বিহঙ্গিনী
হাওয়ার শূন্যতা
মেঘ-বৃষ্টির চক্রশালায়
দূরদেশী;
আজো আসেনি,কানপাশা গড়ায়নি
ইথার ব্যবহার করে ক্ষুদিপানার ডোবায়
অচল আধুলি।
ভাঁটফুল পথ ধরে এগুচ্ছে জীবন
সারি সারি নিপুণ দালান
ব্যাঙাচির মত ডাকে...
বাঁশঝাড়ে জোনাকি মোড়ানো শরত যামিনী
তীব্র শিহরণ তোলে
একের পর এক গুলি বুক বেঁধে যায়।
হালকা প্লাটিনাম মন ও মুখ
দেখা যায়;দেখা যায় না।
২০ শে আগস্ট, ২০১৫ রাত ৮:৫৪
তাওিহদ অিদ্র বলেছেন: ধন্যবাদ সেলিম ভাই ।ভালো থাকবেন আর দোয়া রাখবেন।।
২| ২০ শে আগস্ট, ২০১৫ দুপুর ২:৫৪
আহমেদ জী এস বলেছেন: তাওিহদ অিদ্র ,
ভালো লাগলো ------- হালকা প্লাটিনাম মন ও মুখ
দেখা যায়;দেখা যায় না।
২০ শে আগস্ট, ২০১৫ রাত ৮:৫৫
তাওিহদ অিদ্র বলেছেন: আহমেদ ভাই ধন্যবাদ ,এই উসৎহতে লেখার উসকানি বাড়ে .........
©somewhere in net ltd.
১|
১৯ শে আগস্ট, ২০১৫ রাত ১১:৩৪
সেলিম আনোয়ার বলেছেন: ভাল লিখেছেন তালপাতার দিন ।