![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অনেক বড় তার নাম ,শাখার মিলনায়তন
হাওয়ার সরবে
জলসার আকাশে সারস সমাগম।
লেগে গেছে ছন্দের জট
ডানে বায়ে কেটে গেছে অজস্র পাতার বীণা
নতুন বসতি করে কেউ নিজেকে করেছে প্রকাশিত
প্রচ্ছদে এঁটে নিয়েছে নতুন কোন শেকড়।
তবু এই বৃক্ষ আলিঙ্গনে পড়ে আছে
চোখের নিমিষে হয়ে যায় শারদ বর্ষা।
মানুষের ভীড় আছে
কলহ আছে
কোলাহল আছে;
বৃক্ষমন;
চঞ্চলতায়,স্থিরতায়
ক্ষুদ্ধ বিক্ষুদ্ধ প্রহরে ....
যারা দেখতে শিখেছে
ধরা দিয়ে গেছে তাদের
বৈরাগী পরাণ ভৈরব।
যারা বৃক্ষ থেকে নিয়ে গেছে নির্যাস
মগজে আর পেটুকতায়
নানা বন্ধনার মাঝে ও
গ্রহমুখী বৃক্ষ।
নিরবের ভাষা
অন্তহীন ব্যঞ্জনার আয়োজন।
©somewhere in net ltd.