নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমিত্ব কে আবিষ্কার করা...

তাওিহদ অিদ্র

জীবন অর্থবহ...

তাওিহদ অিদ্র › বিস্তারিত পোস্টঃ

দিলে চোট ..... !!!!

৩১ শে আগস্ট, ২০১৫ দুপুর ১:৫৪

শেঁকা (ছ্যাকা) পরোটা দিয়ে দুধ চা চট্টগ্রামে বেশ জনপ্রিয়।কবি সুনীল বলেছিলেন,যারা প্রেমে ব্যর্থ হয়েছে,যাদের মধ্যে কষ্ট বা দু:খবোধ আছে তারা মননশীল হয়ে উঠে" ।কিনতু যে হারে আমরা ছ্যাকা পরোটা চা সমেত গোগ্রাস করি তাতে প্রেম পাকস্থলিতে জমা পড়ে।আর যা পাকস্থলিতে থাকে তা জৈব উপাদান হিসেবে বেশ কদর আছে।প্রেম ও জৈবিক উপাদানের অংশ।প্রেম খায় ,ছ্যাঁকাও খায় আবার পরোটাও খায়! এভাবে এক জীবনে কত যে দিলে চোট লাগে!! এর জন্য কোন প্রতিকার নেই যা আছে নিজের মনের কাছে ,নিজের মানবিকতার কাছে।অপরদিকে প্রেমের বেলায় ও আমরা চরমঅসিহষ্ঞু।ধরুন কারও প্রেমে পড়লেন ,যদি কোন কারণে তিনি প্রত্যাহার করেন তাহলে তার মত জগতের খারাপ আর যত রকম লোকাল উপাদান আছে সব তার জন্য বরাদ্দ থাকে।পারিপার্শ্বিকতার কাছ থেকে শিখছেন বা এর চেয়ে ভাল কিছু দেখতে পাচ্ছেন না বা এর চেয়ে উঁচু সাংস্কৃতিক মান কাউকে দেখাতে পারছেন না।কেননা ওই পরিসরে ভাবার মত কোন উপাদান চারপাশে নেই। এজন্য দিলে চোট বা ভাবমূর্তি সংকটে পড়লে আমরা আর চরমতম অসহিষ্ঞু হয়ে পড়ি।এই দেখুন না আইসিটি আইন ২০০৬ নিয়ে কি শুরু হয়েছে। ৫৪,৫৫,৫৬,৫৭,৮৬ ধারা আছে আপনি বন্ধু বলেন,প্রেমিকা বলেন এইসব ছোট পরিসরে অনলাইনে যদি কাউকে চোট দেন তাহলে নিশ্চিত আপনার ১৪ বছর কমে ৭ বছর বা কোটি টাকার লোকসান।তবে এখনো এই দিলচোট জনিত উদাহরণ অনলাইনে কম হয়নি হলে ও ব্যক্তি বিশেষের ক্ষমাশীলতার কারণে ওই পর্যায়ে যায়নি।কিন্তু যদি সমাজ.রাষ্ট্র বা ক্ষমতপতিদের যদি দিলে ঘা দেন তাহলে আর রক্ষে নেই!!! তাহলে এক্কেবারে সারাজীবনের ঘা দিয়ে ছাড়বে মহাপতিরা।বাংলাদেশে হরেক রকম কবিরাজ আছেন,বা সর্বরোগের ডাক্তার আছেন তাদের ভাষার সাবলীলতা এত এত উপাদেয় যে অন্যান্য মানুষরা মুখ চোখ হিজাব দিয়ে ঢাকলেও পার পাবেন না।এই ধরুণ-- প্রেমে ব্যর্থতা - সপ্তাহ খানেকের মধ্যে সমাধান।স্বামী যৌন সুখ দিতে পারছেন না- এমন সফদার ডাক্তারী চিকিৎসা দেবেন যে আপনি তৎক্ষণাৎ বিশাল শক্তির অধিকারী হবেন যে ওই শক্তির প্রাব্যল্যতায় বউ পালানোর জোগাড়,অত্যধিক মোটা -এক সপ্তাহে ওজন কমে ,পেয়ে গেলেন রক টাইপের বডি, আয়-উন্নতি করতে পাছেন না - হনুমানজি,নানা উন্নতির পাথর দিয়ে তাৎক্ষণিক সমাধান, হয়ে যেতে পারেন বিল গেটস্। সংসারে নানা ঝামেলা -- এক ফুঁতেই সমাধান, মন অস্থির অস্থির করছে -- এক ঘষাতেই নিমিষে শান্তি । কোন জটিল রোগ যেমন ক্যানসার,পিত্তথলিতে পাথর, ডায়বেটিস,হৃদরোগ -- হুম নিমিষে সমাধান। এত সমাধানকারী থাকার পর ও সমাজ,রাষ্ট্র মহাপতিদের আর চিন্তা কি!! মহাপতিদের দিল নাকি অনেক বড় হয় !বড় দিলে তো চোট কম লাগে কারণ জায়গা বড় ডানে বায়ে চোট কেটে চলে যায়।একি হল! এখন তো দেখছি কথা বা শব্দ ঝরে পড়লেই তাদের দিলে চোট লাগে।আর সে চোট সারার জন্য মানুষের হাতে হাতকড়া পড়াতে একদমই কসুর করছে না।আর নানা ধরনের হুমকি ধামকি তো রয়েছেই!!ওই যে বললাম,কারও প্রেমে পড়লেন ,যদি কোন কারণে তিনি প্রত্যাহার করেন তাহলে তার মত জগতের খারাপ আর যত রকম লোকাল উপাদান আছে সব তার জন্য বরাদ্দ থাকে।জনগণ হল এখন সেই প্রেমিকার মত,মহাপতিদের প্রত্যাখান করেছে আর তাতেই মহাপতিরা নিচু আয়োজনে মহাসাড়া।ভবিষ্যতে দিল চোটের ব্যাপারে সর্তক হোন কারণ এই দিলচোট সারাবার কোন ফিজিশয়ান নেই।আর জনগণের চেয়ে বড় ফিজিশিয়ান পৃথিবীতে নেই ।প্রেম করুন সমস্যা নেই কিন্তু প্রেমের নামে দিলে চোট দিবার অধিকার ও না থাকাউচিত!!চোট দিলে প্রেমিকার আকর্ষণ আর বেড়ে যায় তাতে অপরাধ যাতে যু্ক্ত না হয় সেটা ও খেয়াল রাখুন।দিলে চোট দিলে যে কাউকে খারাপ বলবেন সেটা ও গ্রাহ্য নয়।মানুষে মানুষে দিলে দিলে ঘষা লাগবেই,কাছে আসা যাওয়া করবেই ,তাতে একটু আধটু দিল চোট না থাকলে কি আর দিলওয়ালা হওয়া যায় ............।।।।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.