![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আকাশের গর্ভে জীন কণা নড়েচড়ে উঠছে
ধীরে ধীরে প্রস্ফুটিত।
পাতার পয়ারে পয়ারে সাজানো নকশা
ফুলবতি ধানের সুচাঁগ্রে ,বাস্তুহারা প্রান্তে
এক উজ্জ্বল নকশা।
সারসের পিঠে সওয়ার হয়েছে কুয়াশা জালিকা
জল চলাচল আরো;আরো নীরব হল
ঘর বাড়ির নেই ঠেকা
অন্য সকল প্রাণে ছড়িয়ে গেছে সংখ্যাতীত চন্দ্রকণা।
কত জনম ভর ও ক্ষুদ্র প্রাণ
হেসে খেলে বেড়াচ্ছে হাত পেড়ে।
মাঝে বিহঙ্গের ছায়া অতিক্রম
মনোজগ্রাফার জানে
আঙুলের ভাষা শ্রবণ তার কতটা দখলে।
সকল নিকটবর্তী রহস্যাবরণ রত
হাওয়ার দোড় খুলে গেছে
পায়ে পায়ে মেঠো গন্ধাবরণ
পার হওয়ার গান ধরেছে
একলা চলার….
©somewhere in net ltd.