![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একটা বৃহৎ পক্ষ
রহস্যময়তা আর গাঢ় হয়
কৃত্রিম আলো পরপর কমে আসে।
হাতে আর বেশি সময় নেই
অল্পসময় পর ভোরের আলো ফুটে উঠবে
চায়ের ভাপে...
হালের গরু নিয়ম করে যাবে মাঠে
পাখিরা ও সময় গুনে
টানা কয়েকটি রাত এভাবে কাঁপিয়ে দিচ্ছে
সবকিছু আলগোছ করে দিচ্ছে
মেঘের ফাঁকে ফাঁকে দু-একটা তারা ঘোমটা ভাঙা চোখ
লাজুক ভঙ্গি..
প্রদীপ সন্ধ্যা,রক্তজবা ডেকে আনে তারে।
জোনাকির হাতে ছেড়ে দেয়া যাবে না ভেবে
স্কুলের মাঠে তাকে পাওয়া যাবে না ভেবে
খালের কিনারে কিনারে খুঁজে পাব না ভেবে
কৃশনো পক্ষ সেজে আসে
সেলাইয়ের দাগ হয়ে...
আমি কৃশনো
আমি পক্ষ
আমি অন্ধকার
বর্ণালোতে তাকে ডেকে বার করি।।
১২ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৩:০২
তাওিহদ অিদ্র বলেছেন: রুদ্র ভাই ,আপনাকেও ধন্যবাদ ভালোলাগা প্রকাশ করেছেন বলে।মঙ্গল হোক আপনার।
২| ১২ ই অক্টোবর, ২০১৫ সকাল ১০:৩৭
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: সুন্দর কবিতা !!!
১২ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৩:০১
তাওিহদ অিদ্র বলেছেন: ধন্যবাদ গিয়াস ভাই।ভাললাগা প্রকাশ করার জন্য।ভাল থাকবেন।
©somewhere in net ltd.
১|
১২ ই অক্টোবর, ২০১৫ সকাল ১০:১৫
রুদ্র জাহেদ বলেছেন: ভালো লাগল