![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কাকটি নুড়ি সরিয়ে সরিয়ে মুড়ি খেয়ে চলেছে
পাশে অনেকে নানা কথা বলাবলি করছে …!
ততক্ষণে আর ইলেক্ট্রো ডিভাইস এসে হাজির
অফারের পর অফার
পাঁচ- দশ- পনেরো ভাগ ডিসকা্উন্ট
তবু কাকটি নুড়ি সরিয়ে মুড়ি খেয়ে চলেছে..।
বাচ্চারা বড়ই অনাহারী সংগ্রহে ব্যস্ত
নিজেরো খানিকটা দরকার..
পৃথিবীর রুপান্তর,তেপান্তরকে করেছে গ্রাস।
তারও কান আছে ,আছে চোখ মুখ নাক ইন্দ্রিয়
নুড়ি আর কলসের গল্প
একনলেজমেন্ট !
ওপরের আকাশে চক্কর করছে এফ সিক্সটিন, মিগ আর হক
গুটি বসন্তে
শাত ইল আরব অশান্ত ,
অশান্ত অস্থির পরিচিত আকাশ বাতাস
তবু কাকটি নুড়ি সরিয়ে সরিয়ে মুড়ি খেয়ে চলেছে…।
উত্তরবংশ নিরাপদ নয় জেনে নিজেদের রুপান্তর করে নিচ্ছে
একদিন তাহার ও দরকার হতে পারে ইট কাঠ পাথরের বাসা
অম্লতরল গ্রহণ করতে হতে পারে
ব্র্যান্ডিং এর জগতে চেঙ্গিস মোগল
হালের হিটলার মুসোলিনী বুশ
জিএসপিতে পাওয়া
আমগাছে কোনমতে ঝুলে থাকা কাকের বাসাটা ছাড়া ।।।
©somewhere in net ltd.