![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
না জানি কবে সে কাল আসবে
আকাশে বেলুন জাল বিছিয়ে ধরবে
সব বোমারু বিমান,
আটকাবে ক্ষুদ্রাস্ত্র,
আর ঝাঁঝা ইস্পাতের মেশিনগান।
অলিগলির ছিঁচকেরা নাম শুনেই হবে সাফ
লক্ষ লক্ষ বাহিনী জড়ো হচ্ছে দেখে
ভীষণ হাসিতে ফেটে পড়বে…
মোড়লরা পান্ডুর হয়ে যাবে ,বড়োই ছিন্নভিন্ন!
সায়েন্সফিকশন,গোয়েন্দা কাহিনী
মেড়মেড়ে বানিয়ে দিয়েছে সেইসব চরিত মৃতদের
যারা কিনা মারণাস্ত্র নিয়ে গড়ার স্বপ্ন দেখে।
না জানি কবে সে কাল আসবে
উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিমের মিলিত হাসিতে
ভরে উঠবে এক নতুন মুক্ত নীলছাদ
তারার মত মানুষ জ্বলজ্বল করবে
বন্টনে নিজ নিজ প্রাপ্য হিস্যা পাবে
লিঙ্গ ভেদহীন।
একদিন হয়ত পৃথিবী ফুরিয়ে যাবে
মানবকাল বহমান হবে গ্রহ থেকে গ্রহান্তারে
বাসযোগ্য মহাকাল অলেক্ষ্যে বেড়ে উঠা
এক ভ্রুণ যেন ।।
১৯ শে অক্টোবর, ২০১৫ সকাল ৯:৫৮
তাওিহদ অিদ্র বলেছেন: ভালো থাকবেন কবিতা পঠনের জন্য ধন্যবাদ .....।
২| ১৮ ই অক্টোবর, ২০১৫ দুপুর ১:৫৬
প্রডিজিয়াস বলেছেন: খুব ভালো লিখেছেন! শুভেচ্ছা!
©somewhere in net ltd.
১|
১৮ ই অক্টোবর, ২০১৫ দুপুর ১:৪৫
নাবিক সিনবাদ বলেছেন: ভালো লাগলো, ধন্যবাদ।