নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমিত্ব কে আবিষ্কার করা...

তাওিহদ অিদ্র

জীবন অর্থবহ...

তাওিহদ অিদ্র › বিস্তারিত পোস্টঃ

ভোটার তালিকা সংশোধন: ইতর চামারের কমিশন

২০ শে অক্টোবর, ২০১৫ সকাল ১০:৫৫




ভোটার তালিকা সংশোধন:

এই প্রকল্প বিদেশীদের অর্থায়নে করা হয়েছিল সেনাবাহিনীর তত্ত্বাবধানে।সেই সময় এইট পাশ ,নাইন পাশ ,আন্ডার মেট্রিক,প্রাইমারী স্কুলের শিক্ষক দিয়ে তথ্য সংগ্রহ করা হয়ে ছিল।সেই তথ্য প্রায় ৭০ ভাগের ও বেশি ভুল ছিল।সে সব তথ্যে- মেয়ের বাপকে জামাই ,মার জামাইকে ছেলে,নামের অক্ষরে ,জন্মসালে কোথায় ভুল নেই!! আর এখন ৩১ অক্টোবর ২০১৫ নাকি সংশোধনের শেষ তারিখ ..এরপর সংশোধন করতে হলে নাকি টাকা পয়সা দিয়ে করতে হবে।যাই হোক আমি গেলাম সংশোধনের জন্য --সরকারী চাকুরীজীবী বললেন প্রথমে নির্বাচন কমিশনার বরাবর দরখাস্ত করতে হবে,তারপর ২৩০ টাকার চালান দিতে হবে ।ভাই চালানটা কি টাকা না তারমানে এরপর আরো ‍কুতায় খাওয়ার আয়োজন সারছেন!!! ............ আর নানারকম শর্ত দিয়ে বিশাল আকারের নোটিশ বোর্ড আছে সেখান থেকে যেন জেনে নিই। সেই উপদেশ দিলেন।সব পড়ে তো থা..............!! উনাকে বললাম, কি কি শর্ত পূরণ করলে দেশের নাগরিকত্ব প্রত্যাহার করা যায় তার একটা নোটিশ দিলে সবার আগে সেটা পূরণ করে দিতাম। উনি পান খাইয়া লাল হাসি মারিলেন............এই স্মার্ট কার্ড দিয়ে কি করব? যে র্নিবাচন কমিশনের মেরুদন্ড থাকে রাজনৈতিক সরকারের হাতে,নিজেদের দন্ড ও ঠিকমতো আছে কিনা তারা জানে না।সে নির্বাচন কমিশনার যদি মানুষ কে সংশোধনের নামে এত হয়রানি করে তাহলে কি দরকার এসব ভোটার তালিকা আর স্মার্ট কার্ডের? ভোট তো এমনিতে মারা গেছে এ দেশে ভবিষ্যতে এটার দরকার হবে কিনা সন্দেহ আছে।তাতে এ নিয়মের বেড়া কেন? তাদের নিজেদের ভুল কে অন্যের ওপর দায় চাপানোর অধিকার সংশোধনের নামে কে দিয়েছে??? যত্তসব ইতর চামারের কমিশন................!!!!! ফ্রি তথ্য সংশোধনের নিরাপদ অধিকার প্রদান করুন ।নইলে ভেগে পড়ুন ।।।।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.