![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আবৃত তপস্যা ছেড়ে কার্তিকে ডুব দিয়েছি
শাদা মেঘ ,নরম রোদ, হিম হাওয়া
আর গ্রাম বিস্তৃত নীলাকাশ ....।
মেট্রো মনে -কখন যে, কি মনে আসে
জলপ্রপাত এর বিরুপ ধারায়
বিদ্রোহের ও অধিক সংকল্পে...।
ঘরগৃহস্থীর সামষ্টিকতায় একক ধ্যান মগ্ন মাতাল
যেন বিস্তৃত জিবরান ,
উড়ে উড়ে আসা অধিক স্থিরতা ভুলে
নিয়ম মত মৃতু্য ভুলে
অন্ধকার কোণ থেকে জ্বলে উঠা মৃদু আলো ,
যেন নিভৃত জীবনের পাঠ
যেন পাকা আমনের মাঠ
জলে নামা ঘাট থেকে ,দীর্ঘ মনন কলিতে
কাফকা জাগে
বেরিয়ে আসে জাগরণের ও অধিক সংকল্পে...।
এই কার্তিক প্রারম্ভে ,এই ধুলোর পথে ,এই ঘাসের লাবণ্যে
জীবনানন্দ...
আদ্র রাতে মেলে ধরা কোজাগরী।
আজ ও ট্রাম আছে জাতিতে জাতিতে, পাড়ায় পাড়ায়
বিশ্ববিবেক শূন্যতায়....
চলে যায় অনাবৃত রেখে।।
২৮ শে অক্টোবর, ২০১৫ সকাল ১০:৩৯
তাওিহদ অিদ্র বলেছেন: র্দীঘ কবিতা পাঠকের মনোযোগ হারায় কিনা ভেবে সংশয় ছিলাম; একদম ধরতে পেরেছেন;শেষ অংশটা রুপাত্নক পর্দা টেনে দেয়ার মত.......... ধন্যবাদ মাহবুবুল আজাদ ,আর্শিবাদ করবেন।।
২| ২৭ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:০১
কিরমানী লিটন বলেছেন: চমৎকার লিখেছেন-দারুন ...
শুভকামনা নিরন্তর ...
২৮ শে অক্টোবর, ২০১৫ সকাল ১০:৩৫
তাওিহদ অিদ্র বলেছেন: ধন্যবাদ কিরমানী লিটন ... চর্চ্চাটা যাতে চালিয়ে যেতে পারি... আর্শিবাদ করবেন।
©somewhere in net ltd.
১|
২৭ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৪:২৩
মাহবুবুল আজাদ বলেছেন: বাহ দারুণ লিখেছেন। শেষাংশে একটু আটকে গেছি।