![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিকেল পড়ে গেছে;ছাতিম সুবাসে হলুদ আলোর রোশনাই
দীর্ঘদিন বেডে পড়ে থাকা হাসপাতালের রোগী
জেলখানার কয়েদির মত আঘ্রাণ লোপ পেয়ে গেছে
..তারপর ও আমাদের জীবন ঘ্রাণময়;
যে পাখিরা হয়ে আছে আকাশের ছায়া
আঁচলের সন্ধ্যা;
পিদিমের আগায় জ্বলে উঠে ..
হুইলের গড়গড় শব্দ,চামচের টুনটনানি
..পাশকাটা বাতাসেরা ঠিক বয়ে নিয়ে যায়
নদীর দিন
পাড়া'র দিন
মাঠের দিন...
শুকনো মৌসুমে জলাশয় হাভাতার মত পড়ে রবে
দিন গড়ার আশায় জলাশয় পকেটে নেবে মান্যবর
কেউ কি দেখে নেবে নিজ জীবনের পোর্টাল;
কততল গভীরে গেলে জীবন পাবে এই আঘ্রাণ সন্ধ্যা
ধরে থাকবে ব্রীজের রেলিং..
মায়াভরা মুখ চোখ ,গুটিকয়েক তারা;
বেঁচে থাক রাতপাখি;
বলবে বেঁচে থাকার গল্প
উঠে আসার গল্প...
চাপাকলে যে নারী সাহসের সাথে আকাশের মত বেড়ে উঠতে চায়
বিলর্বোড তার কাছে কিছুই না;
উইমেন্স কলেজ মোড়ে -এক ঘূর্ণিপাক সব বদলে দেয় ।।।
©somewhere in net ltd.