![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একজন রাজাকারের একটাই প্রকৃত মুখোশ সে রাজাকার।একজন মুক্তিযোদ্ধার অনেক মুখোশ সে অনেকক্ষেত্রে রাজাকার তুল্য বা কম নয়।ডেসটিনির মালিক বীর বিক্রম পরাক্রমশালী লেঃজেঃ হারুণুর রশীদ ট্রি প্ল্যান্ট বা ডেসটিনি বা আরো নানা প্রকল্প নাম দিয়ে নিরীহ মানুষের বিশ্বাসকে পুঁজি করে হাজার কোটি টাকা লোপাট করল তার কি হবে?যখন ডেসটিনির ব্যবসাটা খুব জমজমাট ছিল তার সাথে নানা শ্রেণীর মানুষ তাতে জড়িয়ে পড়ে।এক মসজিদের ঈমাম তার খুতবায় এভাবে বয়ান করেছিলেন “একজন মায়ের কাছে সন্তান যেমন নিরাপদ ঠিক তেমনি ডেসটিনির কাছে মানুষের অর্থ ও নিরাপদ”।এক্ষেত্রে দুটো বিশ্লেষণ দাবি করা যায়। প্রথমতঃএক ধর্মীয় বিশ্বাসকে ব্যবসার কাজে ব্যবহার করা।দ্বিতীয়ত: সরল মানুষকে ধর্ম দিয়ে প্রতারণা করা।অনেকে হয়ত বলবেন,সরকার তো তাদের জেলে পুরেছে হয়ত শাস্তির ব্যবস্থা করবে? আসলেই তো !! ফাঁকিটা এখানে...........। এখন এসব প্রতারক ভুয়া মুক্তিযোদ্ধাদের পোয়াবোরো হয়েছে।এখন তারা বুক ফুলায় বলতে পারবে,সরকার আমাদের শাস্তি দিবে! আর তাতে টাকা ফেরত দিতে হবে কেন?তাদের প্রতারণা আইনের মাধ্যমে নিরাপদ করা হল !! জনগণের বা ভুক্তভোগীর টাকা ফেরত দিবার দরকার পড়েবে না।আরেকটা ব্যাক্তিগত উদাহরণ দিই: চট্টগ্রামের খাতুনেগঞ্জের এক ব্যবসায়ী চেক জালিয়াতি মামলায় বা টাকার মামলায় (৩২কোটি)তার সাজা হয়।সে টাকা ফেরত দেবার চেয়ে সাজা ভোগ করতে রাজি!! কেননা সাজা ভোগ করলে তার আর টাকা ফেরত পাওয়ার দরকার পড়ে না।তিনি জেল কেটে ওই ৩২ কোটি টাকা থেকে জিপ কিনে পাওনা দারের সামনে দিয়ে ঘুরে……!!! মানুষ এখন এরকম লজ্জাহীন হয়েছে যে জেল খাটব তবু টাকা দিব না।অথচ সব মানুষই কম বেশি বলে ,মরার সময় এক টুকরো কাফন ছাড়া কিছুই যাবে না।এটা বোঝার পরও লোভ মানুষের কতটুকুন বৃদ্ধি পেলে লজ্জাহীন বেঈমান হয় !!! ডেসটিনির মালিকরা ও এখন তাই ।সবাই নিরাপদ ভোগ বিলাসে মত্ত।তাদের আইন,প্রতিপত্তি,ক্ষমতা সব্ই আছে ,আছে মুক্তিযোদ্ধার সাইনবোর্ড।তারা যদি সেমিনার,সমাবেশ,নানা বন্ধন সূত্রে জড়িয়ে অসাম্প্রদায়িক ,সম্প্রীতির বাংলাদেশের কথা বলে এর চেয়ে বড় নিষ্ঠুরতা,পাশবিকতা আর কি হতে পারে!!! এভাবে একটা চক্র রাজনৈতিক বলে বেড়ে উঠছে দেশে ।তারা দেশটার সমস্ত শক্তি চুষে নিতে বদ্ধপরিকর ।তাদের হাত থেকে কি দেশ কি সমাজ কার নিস্তার নেই ? এ ভার মুক্ত করার হাত কার হাতে দিতে পারি???
©somewhere in net ltd.