নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমিত্ব কে আবিষ্কার করা...

তাওিহদ অিদ্র

জীবন অর্থবহ...

তাওিহদ অিদ্র › বিস্তারিত পোস্টঃ

বাঙালি মুসলমান আর পাকি ধর্মাদর্শ............

২৬ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:৪৯




১৯৭১সালে জাতির বিমুক্তি ঘটেছিল মুক্তিযুদ্ধের মাধ্যমে অথচ পাকি ধর্মাদর্শ থেকে বাঙালির মোহমুক্তি আজো হয়নি।এখনো পাকিমুখী মানুষের বিস্তর আবির্ভাব ঘটছে এখানে সুন্নী আর ওহাবী নামে।প্রায় শতবছর ধরে বিভিন্ন বাঙালি মনীষী এনিয়ে অনেক মন্তব্য করেছেন কিন্তু বাঙালি মুসলমান যে তিমিরে ছিলেন সেই তিমিরেই আছে বরং সময়ের সাথে সাথে এ মুসলমানজাতের তিরিক্কিপনা বেড়েই চলেছে!যে মওদুদীবাদের নাম নিয়ে জামাতের জন্ম এবং যারা সবসময় ধর্মকে আশ্রয় করে প্রগতি আর মানুষ হত্যা করেছে সেই ৭১ সালে থেকে এখনো সে প্রক্রিয়া আজো বহমান।অপরদিকে সুন্নীরাও আল্লামা তাহের শাহ ত্বরিকার মাধ্যমে আদতে পাকিধর্মাদর্শকে বহন করছে।যা নিন্দনীয় ,বজর্নীয়।এদের শেকড় একই কিন্তু নানাডালপালা মুখী।বাঙালি মুসলমান তাদের প্রগতিশীলতার দিকে খুব একটা নজর দেয়নি যতটা দিয়েছে মধ্যপ্রাচ্য লেভেল মার্কা ধর্ম আর পাকিস্তানী চোখ দিয়ে ধর্মাদর্শন।বলা যায় , বাঙালি মুসলমান ধর্মের মধ্যে দিশা খুজেঁছেন আর পেয়েছেন হয়রানির দিশা!! এই বাঙালি মুসলমান শুধু ধর্ম দিয়ে তার শিক্ষা, সাহিত্য, সংস্কৃতিকে বিচার করেছে বলে ৭১ এর পর থেকে আমরা এইসব মৌলিক বিষয়ে পিছিয়ে পড়েছি।আমাদের শিক্ষার যেমন কোন নৈতিকতা নেই তেমনি নৈতিকতা নেই সংস্কৃতি চর্চ্চার..শুধুই করার জন্য করা আর পড়ার জন্য পড়া।সবৈর্ব বাঙালি মুসলমান নিজ সমাজ নিজ দেশের প্রতি অবহেলা প্রদর্শন করছে তার লক্ষ্যে আর অলক্ষ্যে।তাই তো আজ কপি পেস্ট সন্ত্রাসী কার্যক্রম, শুক্রবার জুমা বারে মসজিদে হামলা শুরু হয়েছে ধারাবাহিকতার সহিত।তার সাথে পরিবর্তনের কোন যোগ নেই আছে ধারাবাহিক পাকিস্তানি রাজনৈতিক যোগ কার্যক্রম।কেউই এর থেকে বাইরে নয়।নির্ভরতার জায়গা আজ কোথাও নেই-এককথায় বলে দেয়া যায়।সরকার, রাজনৈতিক দল সবাই চরিত্র হারিয়েছে কোন না কোন ভাবে পাকিস্তানি ত্বরিকা বহন করে !! কেউ সরাসরি সাইনবোর্ড লাগিয়েছে আর কেউ আধা ।কার ও কোন মৌলিকত্ব নেই রাজনৈতিক আর্দশতায়।ব্যক্তি ও সামষ্টিক মুসলমান জনগোষ্ঠী তার মৌলিকত্বহীনতায় ভুগে সমাজ ও রাষ্ট্রের অঙ্গহানি করছে ।প্রকৃত পরিচয়ে সে অনুসন্ধানহীন হয়ে পড়েছে।বাঙালির মৌলিকত্ব কোথায় সে আত্মপরিচয় পারে ধীরে ধীরে জেগে উঠার প্রাথমিক দৃষ্টি।যে ভয়াবহ সময় আমাদের দিকে ধেয়ে আসছে সে আগুনে সবার আগে পুড়বে এই বাঙালি মুসলমান যারা নিজেরাই প্রকাশ্যে বহন করেছে পাকি ধর্মাদর্শন।যেমনটা ৭১ সালে অনুচর বলে হিন্দুয়ানী পরিচয় দিয়ে সবচেয়ে বেশি মানুষ হত্যা করেছে আদতে এই অঞ্চলের মুসলমানদেরই।নিপাত যাক “ আর বলা যাচ্ছে না। শুধু আশা ছাড়া বাঙালি মুসলমানদের চরিত্র নিজমুখী হোক বা পাকিস্তানী ভাববোধ থেকে মুক্তি পাক -এই কামনা। ৭১ সালে সীমানা মুক্তি হয়েছে এবার মানসিক মুক্তি কামনা করছি ।।



মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.