![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তুমি কি এখনো পুরনো দিনের মত করে বাঁচো
পুরনো শব্দ পুরনো আকাঙ্খা
খড়ের ছাদে শাড়ি যত্ন করে কে শুকায়
হৃদয় মেলে কে চায়; যারা যে পথ বেছে নেয় তা পথের অধিক নয়
নিশ্চিত দুপ্রহর বাকি রইল;
পাঠের বাঁক বদল হয় আমরা বাগসঙ্গি
চশমার ভেতর দিয়ে বড় অক্ষরের মত আমাকে ও বুঝি বড় দেখায়
নিতান্ত পুঁজি হারানো মানুষ আমি
আমাকে দুচোখ তুলে কে দেখে
হাতের পাতের অধিক জড়তন্তু; আঙুলের সহায় হলে
রাইখেত রাইখেত লাগে ।
তুমি এখনো পুরনো শব্দ নিয়ে বিড়বিড় করো
পুরনো আকাঙ্খা …
শয্যায় গেলে এখনো কি সেই প্রহর ; আগুন জ্বালে না
কুয়াশার আস্তিন সরিয়ে সরিয়ে পথের ধুলো পায় লেগেছিল
কেউ কাউকে দেখিনি অথচ সঙ্গে করে গেছি অনেক দূর..
এত ঘটা করে
শাদা উলের ভেতর কেন যে সূর্য জেগে যায় বরাবর ।।
০৩ রা জানুয়ারি, ২০১৬ সকাল ১০:৫১
তাওিহদ অিদ্র বলেছেন: ধন্যবাদ নূর ভাই ,ভালবাসা রইল , আর আর্শীবাদ করেবেন ।।
২| ০২ রা জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৫১
ফেলুদার তোপসে বলেছেন: ভালোলাগা জানিয়ে গেলাম কবি।
০৩ রা জানুয়ারি, ২০১৬ সকাল ১০:৫২
তাওিহদ অিদ্র বলেছেন: কমেন্টস এর জন্য ভালোলাগা ... শুভাশিষ জানবেন।
৩| ০২ রা জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৫১
ফেলুদার তোপসে বলেছেন: ভালোলাগা জানিয়ে গেলাম কবি।
©somewhere in net ltd.
১|
০২ রা জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:৪২
নুরএমডিচৌধূরী বলেছেন: তুমি কি এখনো পুরনো দিনের মত করে বাঁচো
পুরনো শব্দ পুরনো আকাঙ্খা
খড়ের ছাদে শাড়ি যত্ন করে কে শুকায়
অধিক ভাললাগা জানবেন