![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তোমার থেকে ছিন্ন হওয়ার পর নিজেই একটা শহরে পরিণত হয়েছি
সহজ রঙিন ফেলে এখন নানা আরং এ চোখ ভরে নিয়েছি
একটা সহজাত বিছানা হারানোর পর
বোচকা হাতে এখানে ও পথ মিলেছে।
কত জায়গায় ঘুরতে যায় প্ল্যান করে ;আগে যা ছিল অলসতার শয়তানির দায়
আধুনিক পাঠাগার,মিলনায়তন আর কত নামে নানা ল্যাবরেটরি
কত ইস্কুল সারি সারি পিটি সেশন; কত কলেজ কতক বিশ্ববিদ্যালয়
অথচ আমাদেরটি নেই ।
তোমার থেকে ছিন্ন হওয়ার পর বহুবার প্রেমিক হয়েছি
লোহার শিকের ঘেরা মাঠ, শশ্মান ঘাট, র্পাক, মালির সাজানো বাগান ঘুরেছি
একটা সহজাত প্রেম হারানোর পর
এখানে ও বর পেয়েছি
রিকশা,ট্যক্সি, বাস স্ট্যান্ড -টিকেট বোট ক্লাব
অথচ আমাদেরটি নেই।
তোমার থেকে ছিন্ন হওয়ার পর নিজেই একটা কিছু ঠাঁই করে নিয়েছি
থাকার জায়গা,চাকরি ঠিক দিনানিপাত
যেমনটি হওয়ার কথা ছিল তারচে কম নয় বরং একটু বেশি
আধুনিক হাসপাতাল,এসিবাস,ট্রেন,বুফে নানা ব্র্যান্ড শখের বাহানা
পাটিগণিতের হিসাব মেলাতে পারি সহজ ভূল হয় না যে তাও নয়
অথচ আমাদেরটি নেই।
০৬ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১০:০২
তাওিহদ অিদ্র বলেছেন: ধন্যবাদ ... পড়েছেন এটাই হল বড় ব্যাপার । ভালো থাকবেন আর দোয়া রাখবেন।
©somewhere in net ltd.
১|
০৫ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:১০
কল্লোল পথিক বলেছেন: বাহঃ বেশ হয়েছে।