![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শ্বেতপাথর জ্বলজ্বল করছে;
আলো যেন এ পথ ধরে সোজা চলে গেছে
পরের স্টেশনে বিরাম পরাগে
পা –পা, খুটাস- খুটাস শব্দে আসে কেটলির চা
খেতে পারো– বাতাসের চাপ বুঝে
যদি যতি পড়ে যায় সজনে ডাঁটায় তাহলে ফিরে এসো এ তল্লাটে
আরেকটা আগমনীর দিনে
জলের ঘ্রাণ জোছনার ঘ্রাণ সমাবেশে
খোলা বিল খোলা আকাশ পাখিদের সাথে সাজানো গেইটের ভেতর।
উচ্চাভিলাষী আঙুরের সাথে সময় নিলাম করে এগিয়ে গেছো
কাঁধের পেছন থেকে ঝরে পড়া দানা
তাকে খোঁজ খোঁজ
পাথরের সমাজে ডালিমের দানায়।
ডাল ছড়িয়ে দেয়া ছায়া দাতা – আততায়ী
সেখানে বসে তুমি কি করবে?--
খররোদ্রে দুপুরে খেলি পোকাদের সাথে
কি আরাধ্য পোকাসমাজ;জীবনচক্রে মৌমাছিরা
উত্তম যেমনটা মনে করত যাঁতিধর -
এ পথে বহুদিন ধরে যাওয়া আসা কর
পাতা ঝরা আরেকটা মানুষের মত মনে হয়; সফল
অস্পষ্ট ছবিগুলোকে ;বহুপুরাতন অ্যালবামের সংগ্রহ—
ফটোগ্রাফি অঞ্চলভোগ থেকে ।
০৫ ই জুন, ২০১৬ বিকাল ৩:৫৩
তাওিহদ অিদ্র বলেছেন: ধন্যবাদ ডঃ এম এ আলী ---- আপনাদের অনুপ্রেরণা আমাকে আর ও মুগ্ধ করে । ভাল থাকবেন ।
২| ০৪ ঠা জুন, ২০১৬ বিকাল ৩:০৬
বিজন রয় বলেছেন: উত্তম যেমনটা মনে করত যাঁতিধর -
যাঁতিধর মানে বুঝতে পারিনি............
জানালে ভাল লাগবে।
০৫ ই জুন, ২০১৬ বিকাল ৩:৫৬
তাওিহদ অিদ্র বলেছেন: জীবনচক্রে মৌমাছিরা উত্তম/ যেমনটা মনে করত যাঁতিধর -
এখানে যাঁতিধর বলতে বুঝিয়েছি -”যাতনার কষ্ট যার হাতে থাকে এমনটা “ অলঙ্কারিক ভাবে নতুন শব্দতুলে আনার মত । ভাল থাকবেন।অনুপ্রেরণা দেন বলেই তো কিছু একটা লিখি ।
©somewhere in net ltd.
১|
০৪ ঠা জুন, ২০১৬ দুপুর ২:৫৩
ডঃ এম এ আলী বলেছেন: "যদি যতি পড়ে যায় সজনে ডাঁটায় তাহলে ফিরে এসো এ তল্লাটে
আরেকটা আগমনীর দিনে'
খুবই চমতকার কথা
খুবই ভাল লেগেছে কবিতাখানি । ভাল থাকার শুভ কামনা থাকল