![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বেলী,অনেকদিন পর ভাবিনি তোমার সাথে আবার দেখা হবে
জিওলগাছের তল দিয়ে যেতে যেতে একদিন ভোরের সাথে
মনে আছে;--জানি বিস্তর ব্যস্ততা কাউকে দেয়না অবসর
তবু কয়াশা ফেলে দুজন হেঁটেছি শান্তধুলোর পথধরে
সেখানে ও আজ ঘাস নেই, ধুলো নেই: কারবারীর রাস্তা।
এসো না কোথাও বসি;খেতে খেতে কিছূ আঁচলের কথা বলি
চাবির গোছার ভেতর যারা কিনা এখনো ঝনঝন করে- বাজে কি;
দেয়াল ঘড়ির মত চালু করে দিলেই বাকি পথ কাঁধপিঠ করে দোল খেয়ে চলে যাবে!
----তবে আমি কিনতু চলছিই কাঁধে পিঠে করে
নিঃশ্বাসের সমান সময় নিয়ে বলল: আমাদের যে পথ সেটা হারিয়ে গেছে বহুকাল আগে
ঝরে গেছে ভোরের ফুলতলায়,কুয়াশার আবছায়ায়
চোখ দিয়ে হৃদয় দিয়ে না চেয়ে তবু বেঁচে আছো কালের মত।
এই দয়াহীন গীতহীন
অদলবদল দিনরাতে জিওলের ছায়াটাই বড়
বারবার সরবপথে যদি হয়ে যায় চমকিত:তাকে ফুলের অধিক ভালবাস।
একটা কাজের দিন একটা কাজের রাত
একটা বাজার দিন একটা বাজার রাত
একটা ব্যাংকের দিন একটা ব্যাংকের রাত
একটা নুন মরিচের দিন একটা নুন মরিচের রাত
একটা ফুলের রাত একটা ফুলেরও রাত নয়
একটা মুখের মত দিন একটা মুখোশময় রাত
ভোরের সাথে আর কখন ও নয়
–ভোর মানে আমরা –মরে বেঁচে থাকা বলো ।।
০৬ ই জুন, ২০১৬ বিকাল ৪:১৬
তাওিহদ অিদ্র বলেছেন: ধন্যবাদ । ভাল থাকবেন ।
২| ০৬ ই জুন, ২০১৬ দুপুর ২:৪২
মাহমুদ ফারুক (বাবুই) বলেছেন: ভিন্নধর্মী ভালো লাগলো
০৬ ই জুন, ২০১৬ বিকাল ৪:১৭
তাওিহদ অিদ্র বলেছেন: ধন্যবাদ । ভাল থাকবেন । চেষ্টা করা আর কি !
৩| ০৬ ই জুন, ২০১৬ দুপুর ২:৪৪
এম এস আরেফীন ভুঁইয়া বলেছেন: সুন্দর কবিতা
ভাল লাগল ,,,
০৬ ই জুন, ২০১৬ বিকাল ৪:১৮
তাওিহদ অিদ্র বলেছেন: ধন্যবাদ ।
ভাল থাকবেন ।
©somewhere in net ltd.
১|
০৬ ই জুন, ২০১৬ দুপুর ২:২৭
কাজী ফাতেমা ছবি বলেছেন: ভাল লাগল