![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কি করে একটা অসুখ এত কাছে চলে এল
কি করে একটা আভা বাগানের ছায়া হয়ে গেল
কি করে একটা আষাঢ় এতটা বৃষ্টি জমা রাখে
কি করে একটা ঘাস এতটা সবুজ হয়
কি করে পোকা জামার আস্তিনে এসে অবলীলায় চালায় পা
কি করে মণি এত কিছু একেঁ এঁকে স্কেচ করে আর্ট পেপারে গোটা স্বদেশ
কি করে আকাশ এতটা রঙ বাণিজ্য করে
কি করে আমি তোমার ভেতর সয়ে যায়
কি করে তুমি আমায় এতটা বয়ে যাও
কি করে পৃথিবী ঘুরতে ঘুরতে এতটা কাছে এসে পড়ে
কি করে পারে সমান্তরাল হতে দোঁহার পাঠে করে
কি করে পারে উদ্যান এতটা বিস্তৃত হতে পারে
কি করে একটা প্লাবন এতটা ধসে দিতে পারে
দেখতে পাওয়া হাতের রেখা এতটা পথ দেখাতে পারে ভেতর বাহির
কি করার ভেতর দর্শন থেকে ও আমি তোমাকেই খুঁজে নিতে পারি
হাতের সাথে সামান্য হাতকথা রেখে।
কি করে
কি করে
কি করে
©somewhere in net ltd.