নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমিত্ব কে আবিষ্কার করা...

তাওিহদ অিদ্র

জীবন অর্থবহ...

তাওিহদ অিদ্র › বিস্তারিত পোস্টঃ

তাকিয়ে থাকতে ভাল লাগে

০৭ ই জুন, ২০১৬ দুপুর ১:২৬


আধুনিক নকশা করা চৌদ্দতলা বাড়ি ছোটো ছোটো রঙ্গন ফুল
বারান্দায় স্টীলের পাত ফাইভ এমএম গ্লাস বেয়ে ঝুলে থাকা লতা
বেশ ভাল লাগে,একটা শিশু অকারণ এদিক সেদিক হাঁটে
যেন এ্যাংরি বার্ডস খেলছে;ভেঁপু বাজানো গাড়ি কলাগাছের পাতা
কলম করা লেবু – নতুন ডেকোরেশন করা শোরুম- অপটিক্যাল ফাইবার গর্ত
তাকিয়ে থাকি – এটা কেমন মানিয়ে যায় আমার সাথে।
একসময় ডাহুক বক হাঁস দীঘির জলে তাকিয়ে থাকতাম
এখনো তাকায় -স্বচিত্রটা বদলেছে দিনে দিনে।
রঙবেরং এর আলো;অসংখ্য সারি করা স্যান্ডেলের পা
নতুন ফ্লাইওভারে একা একা বাতাসের সাথে নষ্টামি।
আমার সচিত্র ধারণ করা ভিডিওটা অনেকেই দেখে, আমার আর দেখা হয় না
স্পষ্ট আর অষ্পষ্টতায় ঝাঁপসা লাগে চোখের আতস কাঁচ
সেখানে অন্ধ বধির বোবা কালায় ভরে উঠা দেশে
হাতির চাঁদাদানের দৃশ্য বা কোন স্ট্যাস্টিকিসের ব্যুরোতে উঠে আসা সচিত্র প্রতিবেদন ভাল লাগে
যোগ হবে নতুন নাম;স্ট্যাটাস্টিকসের স্ট্যান্ট ও এটাই
তালিকা বড়হলে মনোযোগ দিয়ে পড়তে ভাল লাগে; সময় বাড়িয়ে নিয়ে তাকিয়ে থাকি-
থাকতে ভাল লাগে;
জৈষ্ঠ্যের রোদ- দুপুর- অলসতা – চুপ করে থাকা কাক
একটা গোলাকার লোহার পাত – বাঁকা হয়ে থাকা পাইপ
সব দোকানিরা দরজা বন্ধ করে কাজ চালাচ্ছে; বিকালে বিহার সাজবে
কত মানুষ আসবে থলে নিয়ে, নিয়ে যাবে কত পঞ্চহারের আয়োজন সাধনে
একসুরে একথালায় – ভিখিরি তবু পথে পড়ে রয়
-দাম উঠে যাবে সব পড়ে থাকা নষ্ট মালের
নষ্টরা অনেকদামী—আমার ফাউন্টেনপেন দোয়াত চেরাগের আলো কামারের কাছেই লগ্নি
কুমোরদের ভাড়া করা জিনিসে এখনো চলে পেট চালানোর কাজ
অলস হয়ে মৃতমানুষের ভঙ্গিতে সোজা পড়ে থাকি উত্তর দক্ষিণে
দিকভ্রান্ত নাবিক চেয়ে থাকি ;তাকিয়ে থাকতে ভাল লাগে
বালুময় মাঠে,ধানকাটা ন্যাড়া মাঠে গোলাকার বলের লাফালাফি
হাডুডু সংকটের সংকেত বাজে, হাঁ ও না কেন্দ্রের মেঝেতে
একটা রাজসিক চেয়ার কাঠসমেত কোন মৌলভীর ছিঁড়ে যাওয়া পাঞ্জাবির দিকে
আড়াইলে বেড়ে উঠা কবুতরের সুখ;সব মনে পড়ে তাকিয়ে রই
তাকাতে ভাল লাগে;
সাদা এপ্রোন পড়া সারি সারি মানুষ চেপে যাবে কোন সত্য কোন মিথ্যা
দোহায় দোহনে পড়ে থাকা কোন কালর্ভাট,সেতু – রাস্তার ডিভাইডার অযথা সোনালু
একটা টেস্টটিউব রসায়নের ঘর অক্সিজেনের সিলিন্ডার
তাকিয়ে থাকে আমাকে শত্রু মনে করে;নিকৃষ্টরা শত্রুর কাছে ফিরে যায়
অতি আপন আপনের মত তারা—অযথা কাছে ছিল বন্ধনে গড়া জড়ায়ু ছিঁড়ে
অকালে ডুমুরের মত ঝরে গেছে- পাড়ায় মহল্লায় নগর পল্লবে
তাদের ডাকে সবাই ঘুমে যায় আবারো জাগে নিয়মের বালাই দিয়ে
ডেকে ডেকে এনে শুধুই তাকিয়ে থাকি দেখেছি স্বরুপ পিন্দিবার মত নাই
বাঁধিবার দিন ছেড়ে এসটার্ণ ইউর্টাণ আর সন্দেশের পূজারি ।

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৭ ই জুন, ২০১৬ দুপুর ১:৪৫

যান্ত্রিক পাগল বলেছেন: ভাল লাগল।

১১ ই জুন, ২০১৬ সকাল ১০:৩৫

তাওিহদ অিদ্র বলেছেন: ভাল লাগলে ; ভাল লাগে--- অনেক ভাল লাগে।

ধন্যবাদ ; ভাল থাকবেন :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.