নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমিত্ব কে আবিষ্কার করা...

তাওিহদ অিদ্র

জীবন অর্থবহ...

তাওিহদ অিদ্র › বিস্তারিত পোস্টঃ

অনুকাব্য বা কালের ব্যথাসংবরণ--- ৩

২০ শে জুন, ২০১৬ সকাল ১০:৩৯


এক।।

কাল: ঠোঁট জোড়া//

রাত ঘামতে ঘামতে ভোর পর্যন্ত পৌছাঁয়না
কাল ঠোঁট
শুষ্ক
মৃয়মাণ।
ধুপধাপ করে বাজতে থাকা
গহীন দুয়ার
সাইটোপ্লাজমিক।
বড় বৃক্ষ
বা
নদীতে বহমান একজোড়া বোট।

দুই।।

লিপিবব্ধ (অদৃশ্য)ক্ষত//

লেখার বিন্যাস সাজান হয়নি ডায়রীর পাতায়
আজও শাদা
বিন্যস্ত।
ধুলাবালি সরিয়ে ক্ষত তুলে আনা-
সমূহ শ্রম।
নাবিকেরা জানে কিভাবে দরিয়া ফাঁকি দিতে হয়
বন্দরে ভিড়ে না জাহাজ।
খিড়কি দিয়ে তাকিয়ে থাকে – আমাদের গ্রাম।
তখন ও মিজান হাঁটতে থাকে
সুচক্রদন্ডী বা কেলিশহর
তুলে দেয় দোলনচাঁপা।
মেট্রো রাতে ওসাকা বাল্ব
ছাইচাপা তুষের আগুন।
পেন্সিল দাগে ক্ষতের পরম্পরা-
কৃষক দু:খবোধ
স্কেচ চাষ।
ডায়রী লেখার সাহস কখন হয়নি
(আঠার জুন দুহাজার ষোল) রাত
ভাবাচ্ছে- আনা ফ্রান্ক
প্রথম।


তিন।।
বিকাল বিকালের ওপর চেপে বসতে পারত//

বিকাল বিকালের ওপর চেপে বসতে পারত-
পারেনি।
নতুন বেডশিটে অনভ্যস্ত ঘুম যখন ভাঙে
সবগুলো কদম ফুটে আছে।
ছাদের আকাশ জোড়া কাক
নেমে আসে ।
থানকুনি পাতা
মেহেদীর চিকন ডাল
তুলা গাছ
আর্য়ুবেদিক পাহাড়।
লকেটা গলায় পড়ে
সাগরে নেমে যায়
বিকেল ছিন্ন হবার কাল।

চার।।
পেশাবের গল্প//

আমি পুলিশ হয়ে গেছি
আমি র্যা ব হয়ে গেছি
রাত-
তিন তিনটে আরশোলার
ক্রসফায়ার।
দিয়াবাড়ি থেকে লেখা হবে
পেশাবের গল্প!

আর একটা (চার)
উপুর হযে আছে আরশোলা।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.