নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমিত্ব কে আবিষ্কার করা...

তাওিহদ অিদ্র

জীবন অর্থবহ...

তাওিহদ অিদ্র › বিস্তারিত পোস্টঃ

বারবার কেন ফিরে ফিরে আসে

২২ শে জুন, ২০১৬ দুপুর ১:১৩


দুপুর নিয়ন্ত্রণ হারায় দুপুরের কাছে
চলে যায় কাঙ্খিত প্রান্তিকে
তখন আকাশে ছিল না মেঘ,রঙ,বৃষ্টি মাধুর্য্য
ছিলনা বৃক্ষ শাখে হাওয়া, পাখির টুনটান
সাহারা মরু যেন ভেসে এসেছিল আলবাট্রসের ডানায়
চেয়ে থাকি মরু উদ্ভিদের দিকে
একফোঁটা বৃষ্টির জন্য কি দারুণ অপেক্ষার কল্পনা
আসে – যদি আসে – আসতে পারে-হয়ত আসবে
সত্যিই আসে!
ক্ষণিক মুহুর্ত: আবার বিমূর্ত হয়ে যায়
পড়ে রয় নির্জন সাহারা,লু-হাওয়ার কথোপকথন
ক্যকটাসের লোমের গোড়ায় জমে থাকা জল পান করে বেঁচে থাকার মৃত্যুমূর্ত প্রয়াস।
ডাহুকের কন্ঠঃ
শহরের প্রান্তেও দুপুর ভরে আসে
উদ্ভিদের এমন আর্তনাদ!
ইস যদি একবার পেতাম নিজের মত করে
হোক না সাহারার করুণতা-
দিতাম বৃষ্টি ,দিতাম তাপস,দিতাম প্রাণ
এই বার্তা দুপুর ভেদ করে পুরনো দুপুরের দিকে ধাবিত হয়
মিস্টিক দ্বীপাচরণ কেন বারবার ফিরে আসে
বেদনা জাগায়!

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২২ শে জুন, ২০১৬ দুপুর ১:২৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: খুব সুন্দর কবিতা। শুভেচ্ছা কবিকে

২৩ শে জুন, ২০১৬ সকাল ১০:০০

তাওিহদ অিদ্র বলেছেন: ধন্যবাদ ফাতেমা মতামত দেয়ার জন্য, এর গুরুত্ব -লেখার জন্য অনুপ্রেরণা।

ভাল থাকবেন। শুভেচ্ছা জানবেন ।

২| ২২ শে জুন, ২০১৬ দুপুর ১:৫২

মহসিন ৩১ বলেছেন: অসত্ব সভ্যতাকে রাজি করাতে
আলুথালু বেসে মা জননী ;
হরিত রংকে আপন করেছে
ভেবেছে এই দুপুর এবার বে ওয়ারিশ
বুঝিনা কেউ এখন তা কেন জানেনি ।

২৩ শে জুন, ২০১৬ সকাল ১০:০১

তাওিহদ অিদ্র বলেছেন: বুঝিনা কেউ এখন তা কেন জানেনি..... আপনিও তো কম যান না :)


ভাল থাকবেন। শুভেচ্ছা জানবেন ।

৩| ২২ শে জুন, ২০১৬ বিকাল ৩:২২

শরতের ছবি বলেছেন: বাহ ,সুন্দর কথা শৈলী ।

২৩ শে জুন, ২০১৬ সকাল ১০:০২

তাওিহদ অিদ্র বলেছেন: ধন্যবাদ মতামত দেয়ার জন্য, এর গুরুত্ব লেখার জন্য অনুপ্রেরণা।

ভাল থাকবেন। শুভেচ্ছা জানবেন - শরতের ছবি ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.