নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমিত্ব কে আবিষ্কার করা...

তাওিহদ অিদ্র

জীবন অর্থবহ...

তাওিহদ অিদ্র › বিস্তারিত পোস্টঃ

যে দিকে তাকায়: কি যেন দেখি

১০ ই জুলাই, ২০১৬ দুপুর ১:২১


মধ্যবর্ষায় বৃষ্টি না হওয়ার আক্ষেপ আছে
আষাঢ়ের শেষ কোয়াটারে অবশেষে বৃষ্টি ধরেছে
অথচকিনা দেখছি
আকাশ থেকে বুলেট ঝরছে!
পাতার ওপর সাঁতার কাটছে পাখি
মনে হয়,মহিষের পাল অ্যাম্বুশ করছে
সিংহদের সাথে আজ হবে বোঝাপড়া।
বারান্দার নতুনটাবে সাদা গোলাপ এসেছে
অথচ দেখছি,সিলমারা ব্যারাকের অস্ত্র!
তাকাতে পারি না
অন্ধ হয়ে যায়
নিথর হয়ে যায়।
ভাবছি, এবার দিঘীর পাড়ে যাব
জলোদ্যানে পদ্মমায়ার সাথে খেলব জলকেলি।
অথচ সেখানে ও ঘুমন্ত টর্পেডো জেগে উঠছে
উড়ে যাচ্ছে ফাইটার প্লেন
গভীর সমুদ্রের তলদেশে – সাবমেরিন
পাতাল ফুঁড়ে যাচ্ছে বান্কার বোমা
স্লিপার সেল ধ্বংসের জন্য।
তাড়া খাওয়া ওয়াইল্ডবিস্ট যেন
অন্ধের মত দৌড়াচ্ছে
নিজেই যেন নিজের বুলেট
বিদ্ধ হয়ে মারা যাচ্ছে।
বৃহৎ সমাজ থেকে বের হয়ে আসা ছোটলোকের রাষ্ট্রে
তাকালে শুধু রাইফেল দেখি
শুধু রাইফেল
হয়ত কোন এক সাফারি পার্কের দেশ।।

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১০ ই জুলাই, ২০১৬ দুপুর ১:৩০

অ‌প্রিয় সত্য বলেছেন: অন্ধের মত দৌড়াচ্ছে
নিজেই যেন নিজের বুলেট
বিদ্ধ হয়ে মারা যাচ্ছে।
বৃহৎ সমাজ থেকে বের হয়ে আসা ছোটলোকের রাষ্ট্রে
তাকালে শুধু রাইফেল দেখি
শুধু রাইফেল
হয়ত কোন এক সাফারি পার্কের দেশ।।


সুন্দর

১১ ই জুলাই, ২০১৬ সকাল ১১:১৫

তাওিহদ অিদ্র বলেছেন: ধন্যবাদ মতামত জানানোর জন্য......... ভাল থাকবেন।

২| ১০ ই জুলাই, ২০১৬ দুপুর ১:৪৯

শায়মা বলেছেন: সুন্দর কবিতা!

১১ ই জুলাই, ২০১৬ সকাল ১১:১৭

তাওিহদ অিদ্র বলেছেন: ধন্যবাদ শায়মা: কমেন্টেস এর জন্য...........ভাল থাকবেন ।

৩| ১০ ই জুলাই, ২০১৬ বিকাল ৩:০১

মোহাম্মদ গোফরান বলেছেন: পজিটিভ চিন্তা করি। নেগেটিভ গুলো সবাই মিলে ধীরে ধীরে ঠিক করে নিই। সবাই মিলে চেষ্টা করলে দেখবেন আমরা একদিন স্বপ্নের বাংলাদেশ গড়ে ফেলবো ইনশা আল্লাহ।
প্রিয় বাংলাদেশ
জানি না তোমার প্রতি
কেন এতো মায়া!
যে দিকে তাকাই
শুধুই সবুজ আর সবুজ ...
তোমার সাগর নদী পাহাড়
দেখে প্রাণ ভরে যায় ...
আনন্দে মন ভরে যায়
শীত এর সকালে ,
খেজুর এর রস দেখে
প্রান জুড়ে যায়
আমি মুগ্ধ হই,
সরষে হলুদ রঙ দেখে।
বৃষ্টিময় সন্ধ্যা দেখে।
ঈদের শুভেচ্ছা ...................

১১ ই জুলাই, ২০১৬ সকাল ১১:১৮

তাওিহদ অিদ্র বলেছেন: আপনার আশাবাদ দেখে ভাল লাগল। এটাতো সময়,সময়কে মনে করিয়ে দেয়া মাত্র । আপনার অফুরান আশাবাদ আর উজ্জ্বল হোক।

ভাল থাকবেন।

৪| ১০ ই জুলাই, ২০১৬ সন্ধ্যা ৬:১৭

ভাবনা ২ বলেছেন: কবিতাটি ভাল লেগেছে । তবে
কবিতাটি পাঠে দুএকটি জায়গায় মনে হল একটু দৃস্টি দিলে ভাল হতে পারে , নীচে কবিতাটির বোল্ড করা জায়গায় সেগুলি দেখানো হল :
শিরোনাম দিয়েই শুরু করা যাক :
যে দিকে তাকায়: কি যেন দেখি
যে দিকে তাকায়: কি যেন দেখি ব্যকরণ অনুযায়ি হওয়া উচিত দেখে

মধ্যবর্ষায় বৃষ্টি না হওয়ার আক্ষেপ আছে
আষাঢ়ের শেষ কোয়াটারে অবশেষে বৃষ্টি ধরেছে : হবে মনে হয় কোয়ার্টারে
অথচকিনা দেখছি :; হবে মনে হয় অথচ কিনা বলতে আসলে কোন এক শব্দ আছে কিনা জানা নেই
আকাশ থেকে বুলেট ঝরছে!
পাতার ওপর সাঁতার কাটছে পাখি বুলেটে সময় পাখীরা উড়ে দুরে চলে যায়, পাতার উপরে নৃত্য করেনা ,
মনে হয়,মহিষের পাল অ্যাম্বুশ করছে : অ্যাম্বুশ দিয়ে সাধারনত কেও বোঝাপড়া করেনা করে যুদ্ধ , তাই শব্দ প্রয়োগ টি একটু চিন্তা করা যায
সিংহদের সাথে আজ হবে বোঝাপড়া


ধন্যবাদ
শুভেচ্ছা রইল




১১ ই জুলাই, ২০১৬ সকাল ১১:২৫

তাওিহদ অিদ্র বলেছেন: পাঠযোগ্য কবিতা হয়ত। তবে বানান ,শব্দবুনন -- ব্যকরণের মত বিষয়গুলো ধরে দেয়ার জন্য ধন্যবাদ। তবে ব্যাকরণ কবিতাকে কবিতা হয়ে দেয় না অনেকক্ষেত্রে। আরেকটা কথা একটা অনুভূতির ব্যজ্ঞনা অনুভব করছেন..সময় আপনাকে সেটা করতে দিল না ..........এই সামান্য ব্যাপার মাত্র খেয়াল করলে বুঝবেন। মতামতের মত উৎকৃষ্ট আর কিছু নেই। এই যে আপনার মতামতকে পুরো শ্রদ্ধা।

ধন্যবাদ।
অনেক ভাল থাকবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.