নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমিত্ব কে আবিষ্কার করা...

তাওিহদ অিদ্র

জীবন অর্থবহ...

তাওিহদ অিদ্র › বিস্তারিত পোস্টঃ

কেমন আছি জানতে চেয়ো না

১৪ ই জুলাই, ২০১৬ দুপুর ২:০১

কেমন আছি জানতে চেয়ো না
বৃক্ষরা যেভাবে বেঁচে থাকে সেভাবেই আছি: চেয়ে আছি।
জানি আমাকে উপহাস করো,তিরষ্কার করো আজেবাজে বকো
দেখো বিন্দুমাত্র কষ্ট পাই না
সেসব শোনার মত কোন ইচ্ছেই যে হয় না।
একবার ধানিজমির প্রেমে পড়েছিলাম, গিয়েছিলাম কাছে
বক –ব্যাঙ আর শস্যদানা ভেবে তুলেনিয়েছিলে
কিছু বলিনি আজও বলবনা।
হরিতকি ধুতুরার বিষ সানন্দে পানের অভ্যেস সে ছোটবেলা থেকেই
নতুন বিষপানের ভয় আমাকে পায় না
দ্রুত সাঁতার কেটে দীঘি পার হওয়ার সহজাত কামনা হয়ত নেই
একশোমিটার অথবা হাইজাম্প অথবা লি’র ফ্লাইং
শরীর পতনমুখো
বলছি,
কেমন আছি জানতে চেয়ো না।
একদা দয়া-দাক্ষিণ্যের হিসাব কোনকালেই করিনি, আজও না
বিলমুখো –নদীমুখো, মাছ-পোকামুখোদের- এসব দরকার মনে করেনা।
হিসাবের মহাপন্ডিত: তোমরা সুউচ্চজগতের মানানসইবর
যা ইচ্ছে তাই করতে পার তোমরা
খেলার মাঠ উধাও হলেও
রক্ত ঘাতকতা,বিশ্বাসঘাতকতার মাঠ দিনদিন বৃহৎমুখো ।
দেখছইতো ,শ্বাসনেয়ার জায়গা ছোট হয়ে আসছে
পৃথিবী নাকি আজ হাতের মুঠোয়
এই শেকড়বাকলের ধানাইপানাই থেকে বলতে পারি
আমার পৃথিবী এখনো অনেক বৃহৎ,অনেক দূর হাতের তালুতে কেন
কোটিকোটি বছর পার হলেও পৃথিবীর নিকুচিই খুঁজে পাবো না
অযথা তাই,
কেমন আছি জানতে চেয়ো না।
একদা নানা সামিয়ানার ভেতর নানা বহ্নি উৎসবে কতরকম খেলা খেলেছি সরলভাবে
বড় সামিয়ানা পেয়ে তোমরা আকাশ হারিয়েছ,হারিয়েছ জলফেনার শেষ তীরবর্তী পাহাড়ের আঘাত
যা ঘাস হয় বুকবাইন্ডিং বাগানে।
সেসব থেকে দূরে আছ তো ভাল আছ, মত্তে আছ
কয়লা ওপর দাপড়িয়ে বেড়াচ্ছ জীবনের অলম্পিক
অথচ পাতাঝরা হলুদ জীবন যা একদা আমার আমেজের শীত,কষ্টের তীব্রদহনের
মেঠোফ্লোর
বিদেশী কম্বল জ্যাকেটের উষ্ঞতায় তোমাদের শীতউদযাপন
মধ্য বা পশ্চিমের ভ্রমণ
অযথা তাই,
কেমন আছি জানতে চেয়ো না।
ছোট বিদ্যালয়ের ডেউয়াতলে, বুদ্ধবৃক্ষতলে যে সব শালিক ময়না নামে
পাকড়া ছিঁড়ে পড়ে মধ্যআকাশের বুকের থেকে
যে ফিঙে রঙধনুর নামতা পড়ে ধ্যানে
পুরনো কুয়োর ধার
দূরের পাঠমত্তা পৃথিবীর পাড়ে কিছু যদি নাও থাকে
একটা ঘাস একটা বৃক্ষ একটা পাখি কোনমতো
আঁকড়ে থাকতে পারে তাই অযথা
কেমন আছি জানতে চেয়ো না।



মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.