![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এপ্রোনের আকাশে উড়ে যায় পাখিমন
আবাদ করতে তপস্যার ভূমিতে: বীজ মুখে পুরে
নিড়ানী হাতে নাহার খেটে চলে জনমভর।
নদীর পলি, গোবর মাটি সব—দরকারি
হাত একটা অর্ব্যথ স্টেথস্কোপ: তুলে বোবামাটির ভাষা
– মেপে কেটে
বত্রিশটা পাথর বের করার মত সফলতা
চোখে দেখলে না!
হাঁস পুকুর থেকে উঠে আসছে পাটিপাতা ভেঙে
চৈ চৈ উঠোন
গবাদির রব: যাঁতি থেকে বের হয়ে আসা কতক দানা
খুটিয়ে খুটিয়ে বিপন্ন ক্ষেত্র থেকে
অবশেষে ছাই হয়ে যায়: এপ্রোনের আকাশ
আকাশ নয়
মাটিতে চোখ রেখে পার করে: অতৃপ্ত জার্নাল ।
১৯ শে জুলাই, ২০১৬ বিকাল ৪:৪৮
তাওিহদ অিদ্র বলেছেন: ধন্যবাদ : কাজী ফাতেমা
ভাল থাকবেন।
©somewhere in net ltd.
১|
১৯ শে জুলাই, ২০১৬ সকাল ১১:৩৩
কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর লাগল