![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দেয়ালটা ফেটে গিয়েছিল বার বছর আগে
স্পোটিং স্বভাবের জন্য সে টপকিয়ে পার হত
শহরে এরকম অসংখ্য দেয়ালের কথা সে জানে
ফাটলে পরগাছা যত বড় হয় দেয়ালগুলো তত পুরনো হয়
পুরনো দেয়াল তার কাছে একটা আসক্তি।
শহরের চিবুক থেকে নেয়া নীলিমার ফোঁটা কপালে লাগিয়ে ঘুরত বিশ্বময়
সে রিডিমার চিনত,আইফেল টা্ওয়ার,রোমের কলোসিয়াম কিংবা গ্রীকের নাটমঞ্চ।
হয়ত চিনত না ঘাসের উপর ঘাসফড়িংটাকে
ঘাসফড়িংটা বাতাস কেটে চলত তার পথে পথে
বইয়ের ভাঁজে হাত ব্যথা হয়েগেলে
ঠিকানা খুঁজত পাবলিক লাইব্রেরী,পড়ত দেশবিদেশের বই।
খাটবদলের দিনে:বালিশের পাশে আবিষ্কার করে নানারকম প্রথাবিরুদ্ধ ভালবাসা
কোন কোন সময় বলে: একটা কথা বলব?
কিছু শোনা যায় না: নিরবতা,নিরবতা
ধরে নিলাম টপকিয়ে পার হচ্ছে দেয়াল,পরগাছায় চুমু ছড়িয়ে দিচ্ছে অযথা ঘাসদেয়ালের গালে
ভালবাসা: এমন
ভালবাসা: এমন
এখনো ভালবাসে।।
©somewhere in net ltd.