![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এতটা শান্তি ভাল না : ভোর
সবাই যখন জাগতে শুরু করে তখন শহরকে খুব অস্থির হতে দেখা যায়
এই শহর যেন কাদেরকে ভয়পায়?
পোড়া ডিজেলের গন্ধ,উন্মুক্ত সীসা ছড়িয়ে পড়ে দেহমনে
শৃঙ্খলা ব্রত ভেঙে শহর আর বড় হয়
শিরা উপশিরাতে সচলয়াতনের মহড়া চালায়
তবু কবে কোথায় যেন কিছু একটা ভ্রষ্টতা লক্ষ্য করে চলে
একটা দিন থেকে একটা রাত
একটা রাত থেকে খন্ডিত একটা রাত্রিশেষ বা নতুনভোর
কিছুটা আশাজাগায়।
এখানে আযানের ধ্বনির সাথে
পথিক হয়ত ঘুরে বেড়াবে আবাসিকের রাস্তায়
দু’একটা পাখি,কুকুর,বিড়াল
অগত্যা ডাস্টবিনজুড়ে কাক সমাবেশ
প্রেমিকাদের আস্তানা ফুটে উঠবে
অথবা রোকেয়াদের রঙবেরঙ পোশাকের দৌড়।
কার বুক থেকে বেয়ে আসা কিছু ঘাম জমা যখন ব্যাংক পাড়ায় যায়
শহরের বুক পিঠে অঝোর ঘাম পড়ে
ডাক্তার বলে- মেসিভ প্রি অ্যাক্ট হতে পারে
সাবধানে থাকবেন,হাতের কাছে সবকিছু রাখবেন: পোড়া ভাঁজা,ভেজাল এড়িয়ে যাবেন
ইত্যাদি ইত্যাদি!
শহর চায় সর্বত্র ভোর,গভীর রাত:
আশা কে দেবে?
এতটা অরক্ষিত শহরে
আজকের ভোর কত কোমল কত শান্ত
সদ্য জন্ম নেয়া শিশুর কান্নার মত।।
২৫ শে জুলাই, ২০১৬ দুপুর ২:৪৬
তাওিহদ অিদ্র বলেছেন: ধন্যবাদ অনু: কমেন্টেস করার জন্য। মতামত কবিতার চেয়ে সুন্দর: মনেকরি।
ভাল থাকবেন।।
২| ২৫ শে জুলাই, ২০১৬ দুপুর ১২:১০
শ. ম. দীদার বলেছেন: চমৎকার!!! অসাধারণ!!!
ভালো থাকবেন নিরন্তর।
২৫ শে জুলাই, ২০১৬ দুপুর ২:৪৮
তাওিহদ অিদ্র বলেছেন: ধন্যবাদ : মতামত কবিতার চেয়ে সুন্দর: মনেকরি।
ভাল থাকবেন।।
৩| ২৫ শে জুলাই, ২০১৬ দুপুর ১২:৩৫
শুভ্র বিকেল বলেছেন: বেশ সুন্দর।
২৫ শে জুলাই, ২০১৬ দুপুর ২:৪৮
তাওিহদ অিদ্র বলেছেন: ধন্যবাদ শুভ্র : মতামত কবিতার চেয়ে সুন্দর: মনেকরি।
ভাল থাকবেন।।
©somewhere in net ltd.
১|
২৫ শে জুলাই, ২০১৬ সকাল ১১:২৮
অরুনি মায়া অনু বলেছেন: খুব ভাল লাগল লেখাটি