![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বীজ //
বৃক্ষ থেকে বীজ ঝরে পড়লে বীজেরা ঘামতে শুরু করে
ইস্পাতের মত চোখে চেয়ে থাকি দিনভর
শহরের ঘামগুলো যখন মুছে যায় গভীর রাতে
তখন ও বীজের কথা পড়ে মনে!
রাত মানে বেড়ে উঠা বীজের ঘাম
সতেজ পল্লবে মোহরান্কিত রোমশ বুক
অক্সিজেন আর আয়ু।
বীজও একদিন কার্বন হয়ে যাবে
সময় প্রদক্ষিণ শেষে,
দেখো না প্রদক্ষিণ শেষে রকেট ফিরে আসে পৃথিবীতে।
চোখ //
লবি দিয়ে গিয়ে যেতে হবে ট্রে’বরাবর
শুয়ে থাকা মানুষের হরমোন গুলাতে হবে রসায়নের নানা রঙে
প্রাক প্রস্তুতি পর্বে :এককাপ ধোঁয়া উঠা চা
ব্যাটারির পানি পানের মত।
দ্বিতীয় চুমুক দেয়ার আগে কি যেন দেখা যায় মগে
আঙুল দিয়ে তুলে নিলাম চোখ!
রসায়নের হাত
ঘেঁটেঘুটে দেখলাম কার চোখ?
দৌড়াতে দৌড়াতে ঢুকে দরজা বন্ধ করে দিলাম পরীক্ষাগারের
শুরু হল মেটেরিয়ালস এক্সাম
চেসিস বেশি উত্তপ্ত হলে যেভাবে ধোঁয়ায় আচ্ছন্ন হয়
তারচে বেশি উত্তপ্ত হলাম ….
কার চোখ কে পরীক্ষা করছে
অন্ধের মত!
২৭ শে জুলাই, ২০১৬ দুপুর ২:১৫
তাওিহদ অিদ্র বলেছেন: ধন্যবাদ : মতামত দেয়ার জন্য।
ভাল থাকবেন।।
©somewhere in net ltd.
১|
২৭ শে জুলাই, ২০১৬ দুপুর ১২:৫৭
শাহরিয়ার কবীর বলেছেন: সুন্দর হয়েছে