![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কি চাইতে এসেছ আমার কাছে
না পারব দিতে অনর্গল ভালবাসা
খাঁটি যা কিছু সব। কি চাইতে এসেছে আমার কাছে?
গতদিনেও মনে হত পিরামিডগুলো আমার
হাতে গড়া….
নীলনদ ব্রম্মপুত্র আমার
সবচেয়ে উঁচু পর্বত সবথেকে বড় সাগর
সবচেয়ে গভীরতম সেই জীবকণা
যাকে এখনো কল্পনা ছাড়া আর কিছুই করা যায় না
সবই আমার। কি চাইতে এসেছ আমার কাছে?
না পারব দিতে শুদ্ধ অনর্গল ভালবাসা
না পারব দিতে কিছুই।
গতদিনের কথা আমার মনে পড়ে
এইতো গতদিন
গতদিন কতদিন হলো!
যা হারানোর ব্যাথায় কাঁপছে জামার ভেতর
গতদিন কি সবকিছুর উর্ধ্বে ছিল…
কেন এসেছ আমার কাছে!
©somewhere in net ltd.