![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কেন অপরাধী হব
কতবার অপরাধ করলে মানুষের ফাঁসি হয়
জল্লাদ-দড়ির গিট –মঞ্চ
মৃত্যু একটা উৎসবের নাম।
মিষ্টি হাওয়া খেতে খেতে খুনি হয়ে গেছি কবে
নদীর গলিত পাড়ে, শোভিত বাগানে। অথচ কি নিদারুণ ভাবে
কত পশুর বিশেষণ ভাব স্বভাবে
পশুতে নামিয়ে আন নিজেদের।তোমাদের বিবেকে মেজবান হয়
সামিয়ানর নিচে কত মানুষ ভীড় করে
এই তোমরা
তোমরা ভেবেছ কি?
গঞ্জ বা পুর নামে
কত অপরাধ প্রতিদিন ক’বার করে মিলন করে?
প্রতিদিন বিনাফিতে
তালিকা করতে বসে মফিদুল? তার খোঁজ রাখ ?
অপরাধবরকে,
অপরাধী হয়ে উঠতে দাও
কেননা,তোমাদের কোন দায় নেই
অথচ অপরাধীকে ধরে ধরে নগরে গঞ্জে উৎসবের বাতি জ্বালাও
অখন্ড অবসরে!
©somewhere in net ltd.