![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এক.
শরতের আকাশে,শাদা কুকুর //
পঙ্খীরাজের ঘোড়ার গল্প আকাশে উড়ছে
গতরাত থেকে আমার কুকুরটির পঙ্খীরাজের মতই উড়ছে
শরতের আকাশে,শাদা কুকুর।
নির্জনতা যখন বাতাস টুকরো করে দেয়
জনপ্রান্তর তখন ঘুমঘোর
উড়ছে আমার শাদা কুকুর।
সবুজ থেকে তরুণ ঘাস পাল হয়ে আসছে গতিরবেগে
ধাওয়া দিচ্ছে অগ্রজদের
নিষ্ঠুর বলে’ মেসেজবক্সে জমা হয় পৌরাণিক স্পর্শ
বিগত ভালবাসা যাকে ফেলে গেছে –ঝড়ে!আগুনে!কোথায় গিয়ে দাঁড়াই!
এমন কোমল,এমন তুখোড়
তোমার কি শাদা কুকুর নেই?
উড়ছে আমার শাদা কুকুর।
দুই.
এনক্লোজারে বাষ্প ভাসছে… //
বয়স যখন নেমে আসে সতেরো বরাবর
কলেজের বারান্দা পেরোনো সকাল-দুপুর,
সুরতালহীন গানে ভাসত সেসব দিন, উৎসবের মত।
সিনেমা হলের দেয়াল-শো –
কেটে যেতো আলে-বিলে জীবন! দু-পয়সার জীবন!
ভালবাসার জ্বরে কাঁপতাম সবসময়,শিরদাঁড়ায় শক্ত করে লুকানোর জায়গা না থাকলেও
কোথাও না কোথাও আশ্রয় পেতাম লাল আঁচলের ভালবাসায়।
আলোর মিছিলে তখনো যাওয়া শিখিনি
ভালবাসার তাতে আলোছিল!ভীষণ আলো ছিল!
জলে ডুব দিয়ে
মাছের পেটের ভেতর ঢুকে নরম নরম কথা বলতাম
প্রিয় রঙের সাথে…।গাঢ়নীল ভালবাসা বৃষ্টির সাথে মিশে যেত।
এখনো ভালবাসি, যাকে ভালবাসার, যাকে ভালোবাসার।
এখন বাষ্প দেখে ফেলে খুব কাছ থেকে নিজেরে
এনক্লোজারে,
অন্যের বাঁধানো সুরে গেয়ে যায়, নিজের গান!
অন্যকারো সাথে বেঁধে যায় জ্বরে পুড়ার গান!
©somewhere in net ltd.