![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এই গলিতে মেঘেদের প্রচন্ড জ্যাম
অযথাই চিন্তা করছি স্টেশনে যাওয়ার
জানালার পাশে ক্যামশট নিচ্ছে চার-পাঁচ তরুণ
মিটার খানেক দুরে হাইহিল,স্লিভলেস জামা,টকটকে লাল ঠোঁট
বিভিন্ন ভঙ্গিতে শর্ট দিচ্ছে,
পথিকের চোখ দ্রুতলয়ে চলে—
শহরে ভীষণ নতুন এইসব পায়রা!
ভাবছি,
হাওয়ারা গ্রাম থেকে আসে,মৌন ঘ্রাণ নিয়ে-
রোদের নাম কি জলি?
মানিয়ে নিতে পারেনি – এইসব মেঘেদের জ্যাম!
স্টেশন যত কাছে আসে,লয় দ্রুততালে উঠানামা করছে
গাড়ি ঘুরে গেলে,কে দাঁড়িয়ে থাকে সহসা?
ছেড়ে গেলে স্টেশন…….!
তোমার দেখা নাই
কে ডাক্তারের বিছানায় শুয়ে দেবে- তালগোল পাকিয়ে
শরতের ভীষণ জ্বালাকরা রোদ,তালপাকা রোদ-
স্পষ্টত: রক্তের উষ্ণতায় ফুটে যাচ্ছে দিন
—হৃৎ-স্পন্দন গ্রাফে হাত রাখলে,নার্সিসাস বিদ্যালয়ে প্রবেশাধিকার পায়।
১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১:৩৬
তাওিহদ অিদ্র বলেছেন: ধন্যবাদ.ভালা লাগা রইল .............।মতামত প্রদানের জন্য...............
©somewhere in net ltd.
১|
০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:৪৪
সুমন কর বলেছেন: ভালো লাগল।