![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দুখ –সুখ //
সব মানুষ দুঃখরে ভয় পায়,দুঃখ থিকা দূরে থাকবার চায়
দুঃখরে নিন্দা করে।
আমি জানলাম,
সুখ লোভী পরশ্রীকাতর,বদগোচর।
তোমার দুখ আমারে স্পর্শ করে,
গভীর দুখ আরো বেশি করে টান মারে
তোমার কাছে তোমার পাশে।
আমারে বিশ্রি রকম শ্যাষ করে দ্যায়।
দুঃখরে আলিঙ্গন করতে আমার যত শোক খায়
তুমিতো সুখের কাঠামো গড়ে তুলছ।
মম //
জানালার পাশে বসো না কেন
খুব আপন না হলে কেউ কারো সাথে রাগ করে না।
জানালার পাশে বসে বাইরে তাকাও না
সেটাই বরং খিঁচিয়ে তোলে
দাঁড়ায় আছে- মেহগনী
কৃষ্ণপক্ষ এমনই, দেখা যায় তো যায় না
আমি তোমাকে দেখতে পাচ্ছি
মদৃ আলোয় যার কাছে বিলায়ে দিয়েছো সমুদ্রের বিস্তার।
২২ শে অক্টোবর, ২০১৬ সকাল ১০:৩৫
তাওিহদ অিদ্র বলেছেন: ধন্যবাদ। মতামত ও সুন্দর ।
২| ২০ শে অক্টোবর, ২০১৬ সকাল ১০:৪২
হাসান মাহবুব বলেছেন: ভিন্ন স্বাদ পেলাম। উপভোগ করলাম।
২২ শে অক্টোবর, ২০১৬ সকাল ১০:৩৬
তাওিহদ অিদ্র বলেছেন: উপভোগ করার জন্য ভালবাসা প্রাপ্তি যোগ হল। ধন্যবাদ- মাহবুব ভাই।
৩| ২০ শে অক্টোবর, ২০১৬ সকাল ১০:৫৬
দিশেহারা রাজপুত্র বলেছেন: মোটামুটি লেগেছে।
২২ শে অক্টোবর, ২০১৬ সকাল ১০:৩৭
তাওিহদ অিদ্র বলেছেন: রাজপুত্তুর ধন্যবাদ ..মতামত প্রদানের জন্য।
©somewhere in net ltd.
১|
১৯ শে অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৬:৪৫
ভ্রমরের ডানা বলেছেন: সুন্দর!