![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রাস্তা
আমি তোমার কাছে যায়।
তুমি আমার কাছে আস।
সময় আর অসময়ের যোগফল আমরা।
এই যে পরস্পরের ভেতর সমস্ত বিনিময় শেষ হলে
যোগফল আমরা।
আকাশ বাতাস নক্ষত্র বাগান পাখি না গুনার পরেও
সেই আমরা।
হৃদয় যা বুনে,দলমানুষের তা না
যা ভাবে,দল মানুষের তা না।
একটা পা যতদূর আরেকটা পা থেকে
ততদূর অব্দি কাছে,মনে হয় তাও না।
না চিৎকার;না চিৎকার
হ্যাঁ চিৎকার;হ্যাঁ চিৎকার।
এই যে রাস্তা,এই যে রাস্তা
আমি হাঁটি তুমি হাঁটো
হাঁটা রেখে যায়
হাঁটা দেখে যায়।
আমাদের আর আমাদের
আস্থা ফেরানোর দিন-রাত।
০৮ ই নভেম্বর, ২০১৬ সকাল ১০:২৬
তাওিহদ অিদ্র বলেছেন: ধন্যবাদ আপনাকে মতামত প্রদান করেছেন বলে , ভাল থাকবেন প্রত্যাশা রাখছি।
©somewhere in net ltd.
১|
০৭ ই নভেম্বর, ২০১৬ বিকাল ৪:০২
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: ভালো