![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তুমি হতে পারতে কার্তিক সকালের সেসব পাখিদের মতন
সুর করে ডাকছে অথচ দেখতে পেলে না।
যখন যাব শালবাগানে পাতার বিছানায়
তুমি ঘুমাতে পারবে না
পাতারা পাখির মত সুর করে করে ডাকবে।
তুমি হতে পারতে নীরব পাহাড়,বিস্তৃত ভোর
চেয়ে চেয়ে পাঁজর খুলে যেত।
যখন গলি থেকে আরেক গলিতে ঢুকে পড়
এক একটা রেলপথ ক্রসিং কর
ইস্পাত পতঙ্গের ফাঁকফোঁকরে দ্রুততর বেগে পার হও
সমরখন্দ অথবা গিরিখাদ।
চেয়ে থাকে
নভেম্বরের বিছিন্ন কালো কালো মেঘেরা!
দৈনন্দিন বর্ম তোমার থাকে
স্নাইপারের ট্রিগারেও থাকতে পারে!
তবু তুমি হতে পারতে; অনেক কিছু
হতে পারতে মিনারের আকাশ।
যৌনগন্ধে ভরে তুলতে পারতে লবঙ্গ বাগান।
হতে পারতে অনেক কিছু।
কিছুই হয়নি—
হলে জলাঙ্গির ঢেউ
হলে শিরীষের ফুল
দ্রুততালের পথিকেরা পিষে যায়,ঢেউ বারি খেয়ে ফিরে যায়
মর্মর বাগানে—
কার্তিকের বেশে;শিশিরের মুগ্ধ প্লাবনে।
©somewhere in net ltd.