নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমিত্ব কে আবিষ্কার করা...

তাওিহদ অিদ্র

জীবন অর্থবহ...

তাওিহদ অিদ্র › বিস্তারিত পোস্টঃ

রাত //

০১ লা জানুয়ারি, ২০১৭ বিকাল ৪:২২





রাতকে সবাই রাতের মত করে দেখে!
রাত ভারী মিষ্টি,রহস্যঘেরা প্রেম ও সঙ্গমের বাহক
রাত নোংরা,বিবস্ত্র,মোমবাতির আলোকজ্বলা ছেঁড়া লালপতাকা।
সমুদ্রের জলের রঙ রাত নামলে কেমন হয়?পাশ পুকুরের জল?
অথচ হায় হায় এ জনমে যতবার মাতাল হয়েছি ততবার
দেখেছি!দেখেছি এই বিশাল লেকের বাতাস কেমন করে বয়।
কেমন করে জলের রঙ ক্যামোফ্লেজি করে।
যতবার বার বার করি! বারবার না…দেখি অজস্র টাকার রঙ,নানান শব্দ:লাইট ফেস্ট!
টোটকা বুঝা লালগাউন,ব্লেজারও কেমন রঙ পাল্টে যায়
উড়ে যায়,উড়ে যায় হিমবাতাসে টুকরো টুকরো কাপড়
চেনচেনের ঝনঝনানিতে।
রাতকে সবাই রাতের মত করে দেখে!
রাত হলে জন্তুরা কি করে? এই এই করে!
রাত হলে পতঙ্গরা কি করে? এই এই করে!
রাতে বীজ ভিজিয়ে দিলে ভাল অঙ্গুরোদগম হয়
রাত শিকার হলে রাত
রাত বিকার হলে রাত
রাতে সঙ্গম নাকি খুব যুতসই হয়
আরেকটা রাতের জন্য প্রস্তুত রাত।

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০১ লা জানুয়ারি, ২০১৭ বিকাল ৪:৩০

বিজন রয় বলেছেন: দারুন বিষয় নিয়ে কবিতা। রাত আসলেই তো অনেক অর্থবহ। কবির চোখ তা ঠিক বের করে আনল।

রাতেই বোধহয় অধিকাংশ ভ্রুণের জন্ম হয়।
++++

নতুন বছরের শুভেচ্ছা।

০২ রা জানুয়ারি, ২০১৭ সকাল ১১:৪৭

তাওিহদ অিদ্র বলেছেন: ধন্যবাদ। ভাল থাকেন।নতুন বছরের শুভেচ্ছা আপনাকে.....

২| ০১ লা জানুয়ারি, ২০১৭ বিকাল ৪:৩০

বিজন রয় বলেছেন:
রাত ভারী মিষ্টি,রহস্যঘেরা প্রেম ও সঙ্গমের বাহক
রাত নোংরা,বিবস্ত্র,মোমবাতির আলোকজ্বলা ছেঁড়া লালপতাকা।

সুন্দর, দারুন।

০২ রা জানুয়ারি, ২০১৭ সকাল ১১:৪৯

তাওিহদ অিদ্র বলেছেন: ধন্যবাদ। অজস্র ধন্যবাদ।

৩| ০১ লা জানুয়ারি, ২০১৭ বিকাল ৪:৩২

অবনি মণি বলেছেন: :-/

০২ রা জানুয়ারি, ২০১৭ সকাল ১১:৪৭

তাওিহদ অিদ্র বলেছেন: নতুন বছরের শুভেচ্ছা আপনাকে..... :)

৪| ০১ লা জানুয়ারি, ২০১৭ রাত ৯:৫৬

ধ্রুবক আলো বলেছেন: রাত নিয়ে খুব সুন্দর কবিতা লিখেছেন, ভালো লাগলো...

নতুন বছরের শুভেচ্ছা রইলো

০২ রা জানুয়ারি, ২০১৭ সকাল ১১:৪৮

তাওিহদ অিদ্র বলেছেন: নতুন বছরের শুভেচ্ছা আপনাকে..... ধন্যবাদ,ভাল থাকবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.