নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমিত্ব কে আবিষ্কার করা...

তাওিহদ অিদ্র

জীবন অর্থবহ...

তাওিহদ অিদ্র › বিস্তারিত পোস্টঃ

আফসানার চোখ //

১১ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:১৯



[যে মেয়েটি দূর্ঘটনায় একবছরের ও বেশি সময় ধরে অচেতন]

শূন্যআকাশ চেয়ে আছে,গাছপালার ও অধিক চোখ আছে।
চোখ মেলে তাকালেও কাউকে নাকি তুমি দেখতে পাও না।
এখনো হয়ত সম্বিত ফিরে পাওয়া হয়নি।
হয়ত বিছানাটা তোমার কাছে অনন্ত নদী
গভীর বনের অচেনা পথে হাঁটছো আর হাঁটছো..
আমি জানি যত দেরিই হোক
তুমি ফিরে আসবে তোমার চেনা জানা পথে
ফিরে আসবে বিলের ধারে,নরম হাওয়ায় পাখিরা অপেক্ষা করছে
তোমার লাগানো সবুজ ঘাসের
চিকন শিরায় জমে থাকা শিশির ফোঁটা
তোমার অপেক্ষায়।ফিরে আসবে
সবচেয়ে কাছের মানুষের মমত্বে
মনে মনে যাকে তুমি কল্পনার রসায়ন করেছিলে
কোন কিছুই ভুল হবে না তোমার।
তুমি তাকিয়ে আছ সচেতনে
তোমার চোখ বলে যাচ্ছে:
আমি আমরা চারপাশে ঘুরে ঘুরে বেড়ায়
পাখির খাঁচায়
একবর্ণ মিছে নাই।

মন্তব্য ৪ টি রেটিং +২/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১১ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ২:২২

শায়মা বলেছেন: ভালো লাগা!

১১ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৩:২৩

তাওিহদ অিদ্র বলেছেন: ধন্যবাদ মতামত প্রদানের জন্য....................।

২| ১১ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৩:৫৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: ফিরে আসবে
সবচেয়ে কাছের মানুষের মমত্বে
মনে মনে যাকে তুমি কল্পনার রসায়ন করেছিলে
কোন কিছুই ভুল হবে না তোমার।

হুমম

সত্যিই ফিরে আসুক শুভ কামনা রইল

১২ ই জানুয়ারি, ২০১৭ সকাল ১০:১৩

তাওিহদ অিদ্র বলেছেন: ধন্যবাদ.........সত্যিই ফিরে আসুক।শুভ কামনা । আর আপনি ও ভাল থাকবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.