![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একটা শিমুল দেখা হয় নাই
হৃদয়বৃত্ত চেয়ে আছে।
হলুদ কদর পেতে শুরু করলে স্থিরতা আসে।
বিশ্রাম নিরাময়কারী
ওষুধেরও বড় ওষুধ।
বসন্তের অপেক্ষা বা কোকিলের ওম কারো তোয়াক্কা করেনা
রক্তবর্ণ লাবণ্য তার চারবাক।
মসজিদের ধারে মোড়ের ধারে ছাড়াইয়া গেছে মিনার
ছাড়াইয়া গেছে মোড়ের চড়ক
অধিকের অধিক।
সুখগন্ধে ভূমিষ্ঠ পরাণ
মুঠো খুললেই পেতে পারে যে কেউ পরাগায়ণপূর্ব
লালমুখ।
২১ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ২:৫৫
তাওিহদ অিদ্র বলেছেন: আমি হয়ত এবারও বুঝি নাই।
২| ২১ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ১:০৬
শামীম সরদার নিশু বলেছেন: চমৎকার প্রকাশ, খুব ভালো লাগল।
লেখা চালিয়ে যান। পাশে আছি।
যাই হোক আমার ব্লগবাড়ীতে দাওয়াত রইল।
আমি ব্লগে নতুন। আমার ব্লগবাড়ী থেকে এক গ্লাস ঠান্ডা শরবত খেয়ে আসবেন।
২১ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ২:৫৬
তাওিহদ অিদ্র বলেছেন: শরবত!! তাও আবার শীতে! দাওয়াত যখন খাসদিলে দিছেন ..তা লইলাম
©somewhere in net ltd.
১|
২১ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:৪৬
একজন সত্যিকার হিমু বলেছেন: বুঝলাম না কিছুই !