![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মাছের গভীর বেদনাবোধ আছে
যে মাছ এখনো সূর্যের আলো দেখেনি।
সূর্য যে আছে হয়ত তারা তা জানেও না।
কত রঙ আর রঙবাজি খেলা
সুক্ষ্ম অনূভুতি, হৃদয়গ্রাহ্য তুমুল অহংবোধ,
ওদের ও আছে।
তবু একবার কি তারা অনুভব করে না
এসে সাথে মিশতে
কূলে এসে ভিড়তে..
ছোট নৌকার মত,
তারার সূক্ষ্ণ আলোর মত,
মাছের সাথে মাছের কথা
দিতাম অঙ্গুরী রোদ উপহার।
©somewhere in net ltd.