![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যে রাস্তা ভাঙাচোরা সেটা ভালবাসার
দু-চারদিন পর এতোটা রঙ পাল্টাবে জানতাম।
ক’টা অপেক্ষার প্রহর পার হলেই তো রাখি বন্ধন।
ফ্ল্যাশব্যাক: নিউরণে ভেসে উঠে--
চলমান চিত্রকলার গ্যালারী।কত অভিনবত্বে সাজানো প্রতিটা পদক্ষেপ; থ্রিলসমগ্র!
যে রাস্তা ভাঙাচোরা সেটা ভালবাসার
সেপথ হেঁটে যায়, সে পথে লাফাতে লাফাতে প্লবগ হয়ে যাই।
পৃথিবীর সবচেয়ে সুন্দরতম আমগাছ
শিরীষ, বট, অশ্বত্থ করছে শব্দ।
পাখিদের নিরব আসা যাওয়া; বাতাসার মত হাওয়া
ধুলোর অঙ্কন মেলা!
গর্ভে ফুলে উঠছে প্রসবের উন্মাদনায়; প্রতিটা মূহূর্ত
চাপা উত্তেজনা, কালো রঙের গিট করা তার কি চোখ নিয়ে যে চেয়ে রয়
ইটের বাগান, লোহার ঝাঁসা চকচকে ডেকচি
ভালবাসার নিগূঢ় বেদনা চারপাশ
জটিলতাছাড়াই প্রসব হোক
জোছোনার প্রাসাদে।
©somewhere in net ltd.