![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নদী তাকায় আছে কখন তার বাঁক দিয়ে পাখিরা জ্যামিতিক ভাবে উড়ে যাবে।পথ নদীর মতোন প্রবাহমান।তুলার নরম তন্তু এখনো বাঁধাই করা হয়নি।কেমন পোশাক খুলে ফুটপাতের ভীড়ে দাঁড়ায় থাকে।বোতামের অভাব সংকীর্ণ কালের উর্ধ্বে, পুরাণ কোরান শ্লোকের পাতে পড়া গ্লানি বিগতমোমের বেশে গলছে মহাদেশীয় বরফ।নদী তাকায় আছে নীলাভ ময়ূর পেখম খুলবে।সূর্যরোশনি রঙিন বেলুনের মতোন কিনে দেবে শিশুর মমতা,মিছেমিছি।ধুলোবালি থেকে যারা সারায় তুলছে সমস্ত শোরগোল,নিনাদ যন্ত্রণা।যারা প্রতিনিয়ত পরীক্ষা করছে বায়ুমান।নদী স্টেথোস্কোপ।শুনাবে অসংখ্য এমন গান পুঁথিতে তোস্ত্র আকারে ধারাবাহিক।পথ নদী যার উপর আরামসে সবাই হেঁটে যাচ্ছে।
©somewhere in net ltd.