![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সরিষা তিল তার মুখে
লাল ওড়না উড়ছেতো আবার হাতার নিচে ঝুলে পড়ছে।
খুব করে চাওয়া যেত গুঁজে দেয়া যেত কলি
দ্বিধাগ্রস্ত ছিলাম
ফ্রেঞ্চ নাকি বাঙাল টোস্ট।
সামনে সিঁড়ি
পেছনেও সিঁড়ি।
চট করে তাকে দিয়ে যেত
এমন করে করে না
প্রথম প্রেমটাই যেন আর হয়ে উঠে না।
মাঠের দিকে মুখ করা জানালা ছিল তার
সকাল বিকাল নানান ভালবাসা ভরা বিস্তৃত চোখ—।
যাক যা হবার হবে
লালটুকটুক শিমুল হয়ে গেলাম
তোমার
হাত-মগ-উড়ুক্কু ধোঁয়া
চোখে চোখে রেখ।
©somewhere in net ltd.