![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কালো মানুষের বাজার দর বেশ চড়া ছিল!
কালো মেয়ে নয়।এমনকি সঙ্গি হিসেবেও নয়।
সময়যাপন,রাতযাপন,মেসেজ পার্লার,স্টিম রুম বা কিচেন
কোনটাই নয়।
কালপুরুষ ইঞ্জিনের মত পেশী, ঘাম যখন ভরে উঠে বুকে শিরদাঁড়ায়
মেশিনের তেলের মত গ্লিজ করে!
ইউরোপ আমেরিকা এই কাল ইঞ্জিন দেদারসে কিনত
এখনো কেনে!
কেবল অভিবাসী পাখিদের কিনতে শেখেনি ওরা।
চাবুক মেরে মেরে হাটে নিয়ে যেত,প্লেটোও এমনই ভেবেছিল
উনিশশতকেও এমনটাই ভেবেছিল কবি লেখক শিল্পীরাও!
মিউজিয়ামে ইজমের খাবি খাওয়া ইজেল জানে কালো রঙ পৃথিবীর সবচেয়ে উজ্জ্বল রঙ।
অন্ধকারের ধারাবাহিক কবিতা।
প্রাগৈতিহাসিক অন্ধকার।শব শব আলোর ভেতর অভিবাসী উত্তাপ টের পায়।
গাঙের দেশে,
পাখিরা এসে গেছে,হাওড় বিলে দীর্ঘ আয়োজন সারছে
মাইকে চুমু খাচ্ছে!সরব করছে!
পাড়ে বসে দেখে যাচ্ছি…।।
©somewhere in net ltd.