নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমিত্ব কে আবিষ্কার করা...

তাওিহদ অিদ্র

জীবন অর্থবহ...

তাওিহদ অিদ্র › বিস্তারিত পোস্টঃ

ফাগুনে ছিঁড়ে গেল কাপড় //

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১১:১৭



বাড়ির পাশে খাল পাড়টার মত আকাশ টুকরো টুকরো হয়ে ভেঙ্গে পড়ছে
খুঁটি বাঁধা নৌকা কোথায় হারায় গেল?
ব্রীজের রেলিং হাতে এভাবে হতাশার মতন শয়ে শয়ে লাখে লাখে
বলতে পারেন এই শহরে এভাবে দাঁড়ায় থাকে; কেউ না কেউ!
অনেক উঁচু কম্পোজিটের শীর্ষে।
অনবরত গাড়ির হর্ণ
বায়ুমান নিয়ে ভাববার সময় নেই
মোড়ের ছোট ছোট পাতাবাহার; আড়ালে পা’টা ছড়ায়ে বসতে ও কেমন জানি লাগে!
পয়লা ফাগুনে এভাবে ছিঁড়ে গেল কাপড়
পলাশের ডালে কোকিল দেখিনি
বসে আছে কোন মানুষ; আস্ত জীবন্ত মানুষ।
দেখ দেখ কি উচ্ছ্বাস নিয়ে বালক বালিকারা হারায় যাচ্ছে
বসন্ত বসন্ত বলে চিল্লাচ্ছে
ফাগুন ফাগুন বলে উল্লাসের আহাজারি করছে
ফাগুন দেখেছো?চিনেছো?বসেছো বুঝি ওই ইতিহাসের এজলাসে!
কি অভ্যাস?
কিসের আভাস!!
কাঁচিতে লাল নীল ফিতা কেটে কেটে
রেণু রেণু হাওয়া গিট খুলে বেরুতে পারছে না।
মরলে ফাগুনে মরো- এমনটাও না;
অনন্তবার পারিজাত
বুকে গজাতে পারে
নিত্যপ্রসার মোড়ক..।
এটুকুন দূরাশা কুয়াশার চোখ থেকে ধার করতে আপত্তি নেই।
প্রতিদিন তাই দেখে দেখে মানুষের কাতারে মমির প্রতিধ্বনি শোনা যায়।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.