![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জল নিয়ে একা একা জেগে থাকে
নদীর চর।
সময়ের চেয়ে এগিয়ে আছি ভাবলে; গুপ্তচর বলে ভাবা হয়
চোখ ঘুরালেই ম্যাট্রিক্স অবয়ব
অচেনা গলিতে হাঁটতে যেমন অনুভূতি।
গুপ্তচর //
কমদামে পাওয়া নেদারল্যান্ডীয় ফার্ণিচার!
পচারসায়নের ভেতর অসাধারণ অজৈব স্টীল।
কড়াইয়ে ভাসা মাংসের মতোন,
নেড়ে যাচ্ছে শ্রমজীবী।
রিসাইক্লিং //
সালমান, আজম প্রতিদিন উৎপাদনের পূজা করে
আম্বানি বাফেট
করিম রহিমের মত কৃষক,
“সাধারণ নারী” একটা কবিতাও আছে।
শিবলিঙ্গ //
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১১:৫১
তাওিহদ অিদ্র বলেছেন: ধন্যবাদ : যারা পড়েন ,যারা লেখেন তারাই মহাপাপ করেন ভালবাসা জানবেন।
২| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১২:০৮
নয়ন বিন বাহার বলেছেন: ভাই মনে কিছু নিবেন না। আপনার নামটা পড়তে কষ্ট হচ্ছে। এটা আমার সমস্যা কিনা বুঝছি না। লেখা ভাল হয়েছে।
সালমান, আজম প্রতিদিন উৎপাদনের পূজা করে
আম্বানি বাফেট
করিম রহিমের মত কৃষক,
“সাধারণ নারী” একটা কবিতাও আছে।
শিবলিঙ্গ //
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১১:৫৩
তাওিহদ অিদ্র বলেছেন: কপাল ভাই,কপাল.........”তাওহিদ অদ্রি” হবে আইডিটা ।সামুকে রিকু দিলাম কাজ হলোনা ,আমারও আর ইচ্ছে করে না।আজকাল লেখা প্লটেও কতরকম বাধা বিপত্তি, সবার মনজুগিয়ে চলতে হয়,সবাই কেমন ভয় পাই।
ধন্যবাদ। মতামত প্রদানের জন্য। লেখার চেয়ে মতামত বেশি দামী। শুভেচ্ছা ও ভালবাসা জানবেন।
৩| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১২:২৫
নয়ন বিন বাহার বলেছেন: কি আর করা। মেনে নিতে হবে। হয়তো একদিন দেখা যাবে এটাই একটা ব্রান্ড হয়ে গেল। মনখারাপের কিছু নেই। লেখাটাই আসল। লিখে যান নিরন্তর<.....................
০১ লা মার্চ, ২০১৭ বিকাল ৩:৫৯
তাওিহদ অিদ্র বলেছেন: সেটাই করছি । সিম্পলি........লিখে যাওয়া ।ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৪:১৯
নাগরিক কবি বলেছেন: কড়াইয়ে ভাসা মাংসের মতোন,
নেড়ে যাচ্ছে শ্রমজীবী।
রিসাইক্লিং // সত্য বলা মহাপাপ