![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একটু দেখতে চেয়েছিলাম যেখানে দু-চারটে বৃক্ষ জড় হয়ে আছে
একটু লতাপাতা হয়ত বিরাম নিয়ে নিয়ে দু-একটা পাখি
বিরাম নিয়ে নিয়ে মাথার ওপর চাঁদ আকাশ ভরা বোতাম তারা
একেবারে এইরকম সামান্য কিছু পথ্যের মতো।এরকম সামান্য কিছুই চায় মানুষ
খুব একটা বেশি নয়।ঋতুতে ঋতুতে পালটানো রঙ খেয়ালের আর্বিভাব
রঙিন কাগজের টুকরোর মত ঝরে পড়ছে হলুদ পাতার নাচন কি বহুস্বরা স্বভাব!
এই যৎসামান্য দেখেই যে চোখ সাধন করে যে মন সাধন করে
তারে কি করে ডেকে লই? ঘরে - ঘরে - ঘরে! বেঁধে লই বাদ্যযন্ত্র করে!
কি প্রকান্ড গাছের গুঁড়ি? কি হতশ্রী? মেধাবী’র হাতে পড়ে বিশ্রিভাবে দেখাচ্ছে তার ভার
নগর সইছে এসব অনাকাঙ্খিত অহংকার।এইটুকুন চোখ যারে দেয়নি খোদা তারে দু’হাত বাড়িয়ে দিয়েছে
সোনারুপার সুধা। বাংলোর নিরিবিচ্ছিন্ন শোভা, কাঠের সোফা, সাজানো প্লাস্টিক ফুলেল সুন্দর নারীর কমনীয় বাহুর আভা।সার্থক জীবন দেখেছি তার, এ জগত ঘুরপাক খায়, পৃথিবী অবিনশ্বর।নিনাদের খপ্পর জুড়ে কণাময় কুঁড়ি; জেগেছে বিস্ময়- একটু দেখতে চেয়েছিলাম।
কোন মতে ঠাঁই করে নিয়েছে
কোন মতে বেঁচে বর্তে রয়েছে
এদিক ওদিক করে
স্বপ্ন স্বপ্ন করে।মস পড়ে যাক।ছত্রাক গজাক। এই যৎসামান্য ডালে বসো ঘোটক হয়ে।আপেল খেয়ো।
©somewhere in net ltd.